Friday , 23 August 2024 | [bangla_date]

কাহারোলে কান্তজীউ বিগ্রহ নৌবিহারে রাজবাটীর উদ্দেশ্যে যাত্রা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : রাজ পরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুরের কাহারোলে ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে কান্তজীউ বিগ্রহ নৌবিহারে (নৌপথে) দিনাজপুর শহরের রাজবাটীর উদ্দেশ্য যাত্রা শুরু হয়েছে। আনুমানিক রাত ১২ টায় দিনাজপুর রাজবাটিতে পৌছাবে।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সকাল সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে পূজা অর্চনা শেষে কান্তজীউ বিগ্রহ ঢেপা নদীর কান্তনগর ঘাটে আনা হয়। সেখান থেকে বিশাল নৌবহর নিয়ে যাত্রা শুরু হয় দিনাজপুর শহরের সাধুঘাটের উদ্দেশ্যে। দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার নদীপথে নৌকাযোগে দিনাজপুর আসার সময় হিন্দু ধর্মালম্বী লাখ লাখ ভক্ত নদীর দু’কুলে কান্তজীউ বিগ্রহকে দর্শনের জন্য ভীড় জমাচ্ছেন। বিভিন্ন স্থান থেকে আগত হিন্দু পূর্ণ্যার্থীরা তাদের বাড়ীর বিভিন্ন ফল, দুধ ও অন্যান্য সরঞ্জামাদী নিয়ে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহকে উৎসর্গ করার জন্য নিয়ে আসে। এসময় নদীর দু’কূল হিন্দু ধর্মাবলম্বীদের ভীড়ে পরিপূর্ণ হয়ে উঠে।

কান্তনগর ঘাট থেকে দিনাজপুর শহরের সাধুরঘাট পর্যন্ত ৩০টি ঘাটে কান্তজীউ বিগ্রহ বহনকারী নৌকা ভিড়ানো হবে। এ কারণে বিভিন্ন ঘাটে ও শহরের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ঘাটেই পূর্ব থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে। সন্ধ্যায় টায় কান্তজীউ বিগ্রহ সাধুঘাটে এসে পৌছাবে। দিনাজপুর রাজদেবোত্তর এষ্টেটের সভাপতি,এজেন্টসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা বিগ্রহ গ্রহন করবেন। পরে বিগ্রহটি শহরের বিভিন্ন মন্দিরে পুজা-অর্চনা শেষে রাজবাড়ী কান্তজিউ মন্দিরে স্থাপন করা হবে।

রাজ পরিবারের রীতি অনুযায়ী কান্তজীউ বিগ্রহ ৯ মাস কান্তনগর মন্দিরে এবং ৩ মাস দিনাজপুরের শহরের রাজবাড়ীতে অবস্থান করেন। সেই প্রথা অনুযায়ী যুগযুগ ধরে এই নিয়ম চলে আসছে। এই তিনমাসে রাজবাড়ীতে প্রতিদিন প্রভাতী নামকীর্ত্তণ ও কমিটি এবং ভক্তদের পক্ষ থেকে ভোগের ব্যবস্থা করা হয়।

আজ শুক্রবার দিবাগত রাত ১২টায় শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ দিনাজপুরের রাজবাড়ী কান্তজিউ মন্দিরে স্থাপন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ১ হাজার ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত

বীরগঞ্জে ডিজিটাল ম্যারাথন উদ্যোক্তাদের সমন্বয় সভা

হরিপুরে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

হরিপুর থানার ইফতার মাহফিল

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা

বীরগঞ্জে বলদিয়াপাড়া বালু মহল ইজারা বাতিল দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দিনাজপুর জেলা পরিষদের প্রথম মাসিক সভা