Saturday , 17 August 2024 | [bangla_date]

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ \দিনাজপুরের বোচাগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফছার আলীকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরন করেছে বোচাগঞ্জ পুলিশ।
এ মামলায় দিনাজপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪জনের নাম দিয়ে ও ৭০জনকে অজ্ঞাতনামা আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন-সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আফসার আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার, তার পিএ মো. আব্দুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইশান ইসলাম, কলেজ পাড়ার মো. শাহ জাহান, সাবেক ছাত্রলীগ নেতা মো. বাপ্পী সরকার, শহিদপাড়ার মো. সিমন ইসলাম, ছাত্রলীগ নেতা মো. নাসিরুল ইসলাম নয়ন, শহিদপাড়ার মো. নিলয় ইসলাম, মো. মেহেদী হোসেন, হাজিপাড়ার মো. রিয়াদ হোসেন, আটগাঁও পশ্চিমপাড়ার মো. নাঈম ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহ নেওয়াজ সৌরভ, শহিদপাড়ার মো. আশরাফুল ইসলাম আকাশ, আওয়ামী লীগ নেতা মো. ছুটি, সেতাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মো. শাওন ইসলাম, ছাত্রলীগ নেতা মো. হৃত্তিক হোসেন, মো. সমুদ্র ইসলাম, বড়মাঠ পাড়ার মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী তুহিন, রেলকলোনী পাড়ার মো. আরাফাত হোসেন জনি ও বোচাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম লিটন।
গত শুক্রবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১৭ আগস্ট বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফছার আলীকে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর জেল হাজতে প্রেরন করেছেন পুলিশ।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮জুলাই বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা করে মারপিটসহ ছাত্রীদের শ্লিলতাহানী ঘটায়। ছাত্র-ছাত্রীরা প্রাণরক্ষার জন্য আত্মগোপণে থাকায় চিকিৎসাও করাতে পারেননি। এরই প্রেক্ষিতে ২৪জনের নাম উল্লেখ করে ও ৭০জন অজ্ঞাতনামা আসামী করে বোচাগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। আটক উপজেলা চেয়ারম্যানকে ছাত্রদের মিছিলে হামলা করার মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।বিচারক তাকে জেলহাজতে পাঠিয়েছেন।অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফছার আলী (৫৫) গত ৫ আগষ্ট তার নিজ বাড়ী ভাংচুর ও অগ্নী সংযোগের ঘটনায় বোচাগঞ্জ থানায় সাধারন ডায়রি করতে এলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা খবর পেয়ে থানা ঘেরাও করে উপজেলা চেয়ারম্যান আফছার আলীর পদত্যাগের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে সেনা বাহিনীর উপস্থিতিতে ছাত্র জনতা শান্ত হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবীর মুখে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগের মৌখিক ঘোষনা দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় নব নির্বাচিত পৌর মেয়রের দায়িত্ব গ্রহন অনুষ্টিত

পঞ্চগড়ে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ জড়িয়ে দিলেন জেলা প্রশাসক

বীরগঞ্জে একটি শুকনো আম গাছ যেন মরণ ফাঁদ

ফ্যাসিস্ট সরকারের দোসর যেন বিএনপিতে অন্তর্ভুক্ত হতে না পারে পঞ্চগড়ে বিএনপি নেতা ফরহাদ

আইনজীবীদের সাথে আওয়ামীলীগ প্রার্থীর মতবিনিময়

স্ট্রবেরি চাষে সাফল্য, অল্প পুঁজিতে অধিক লাভের আশা

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে রোড বাজারের ৬.৫৫ একর খাস খতিয়ানভূক্ত জমি অবৈধ দখলদারদের হাতে, রাজস্ব হারাচ্ছে সরকার

ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষের চারা বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত