Wednesday , 28 August 2024 | [bangla_date]

হরিপুরে সেটেলমেন্ট অফিসে ভূয়া ব্যাঞ্চ কালার্ক আটক

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা :
ঠাকুরগাঁও জেলার হরিপুর সেটেলমেন্ট অফিসে ভূয়া ব্যাঞ্চ কালার্ক কর্মচারী আটক। ভুক্তভোগীরা ইতিমধ্যে গত ২২-৮-২০২৪ ইং তারিখে দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন এবং বিভিন্ন দপ্তরের ঘুষ দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ সহ স্মারকলিপি প্রদান করেন।
সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হরিপুরের দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো,সেলিম রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক মো দেলোয়ার হোসেন মানিক ও নির্বাহী সদস্য, মো,আনোয়ার হোসেন, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত ছাত্র নেতা মো,সুমন দুলাল পারভেজ , আসিফ সহ হরিপুর সেটেলমেন্ট অফিসে যায়। সহকারী সেটেলমেন্ট অফিসে এজলাসে বসে ই,বি,টি, রুলস ১৯৫৫ এর ৩০ বিধির মতে আপত্তি নিষ্পত্তির শুনানির নোটিশ কাজ করছিলেন। আপত্তি নিষ্পত্তি আদালতে দাপ্তরিক গোপনীয়তা কাজ করছিলেন, এসময় বীর মুক্তিযোদ্ধা মো,সেলিম তালুকদার দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এজলাসে চেয়ার বসা ব্যক্তি মো,শরিফুল ইসলামকে প্রথমে জিজ্ঞেস করেন, সহকারী সেটেলমেন্ট অফিসার কে এবং তিনি উত্তরে বলেন সহকারী সেটেলমেন্ট অফিসার নেই। দূর্নীতির দমন কমিটির সভাপতি মো,শরিফুল ইসলাম কে জিজ্ঞেস করেন তিনি কে ? তিনি উত্তর দিলেন ডাটা এন্টি কর্মচারী।দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবারও জিজ্ঞেস করলেন আপনি তাহলে এজলাসে বসে কেন? তার কথাবার্তা ও পরিচয় পত্র সব অমিল এবং কোন নিয়োগ প্রাপ্ত না হওয়ায় এজলাসে বসে ই,বি, টি রুলস ১৯৫৫ এর ৩০ বিধির কাজ করছে যাহা আইনের পরিপন্থী। একজন্য তাকে ডেকে নিয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আরিফুজ্জামান নিকট হাজির করেন এবং সেখানে তিনি সকল কিছুর দোষ স্বীকার করে তার ভুল হয়েছে অভিমত ব্যক্ত করেন । এরকম গর্হিত কাজ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আরিফুজ্জামান সহকারী সেটেলমেন্ট অফিসারকে মুঠোফোন বলেন,তিনি কেন, কোন সরকারি বিধিমালায় নিয়োগ না হয়েও দাপ্তরিক কাজ করছেন। তিনি কোন সঠিকভাবে দিতে পারেনি। দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি দূর্নীতি দমন উপ পরিচালকের পরামর্শ নিয়ে ভূয়া কর্মচারী বিরুদ্ধে থানা লিখিত অভিযোগ দায়ের করেন।।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপুর অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তি মো,শরিফুল ইসলাম পিতা,আজমত উল্লাহ সাং উত্তর গোবিন্দপুর,থানা, কোতোয়ালি, জেলা,দিনাজপুর এর বিরুদ্ধে মামলা রুজু কোর্টে প্রেরণ করেন।

ভূয়া কর্মচারী মাধ্যমে সহকারী সেটেলমেন্ট অফিসার নিজে ভূয়া ডাটা এন্টি কর্মচারী নিয়োগ দিয়ে এর লক্ষ লক্ষ ঘুষ লেনদেন করতো। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মানববন্ধনও করে। এই সহকারী সেটেলমেন্ট অফিসার মো,আসাদুজ্জামান ও তার সহযোগী মো,শরিফুল ইসলামের বিরুদ্ধে হাজারো দূর্নীতির অভিযোগ রয়েছে। এলাকার ভুক্তভোগীদের দাবি এই ভূমি খেকো আসাদুজ্জামান ও তার সহযোগীর শরিফুল ইসলাম এর কঠোর শাস্তি দাবি জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

বোচাগঞ্জ বিনামূল্যে চক্ষু শিবির

ভারতের মাটিতে ভারোত্তলোনে রৌপ্য পদক অর্জনকারী সুমনা রায়কে মডার্ণ বডি বিল্ডিং ক্লাবের সংবর্ধনা

পঞ্চগড়ে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে দেড় কোটি টাকার চেক হস্তান্তর

দিনাজপুর শহরে কুকুরের  কামড়ে আহত ৬

দিনাজপুর শহরে কুকুরের কামড়ে আহত ৬

সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের জরুরী সভা

ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

বীরগঞ্জে শিশু ও যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে ইউনেস্কো ক্লাব দিনাজপুরের উদ্দ্যোগে মুক্ত আলোচনা সভা