কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃকাহারোলে ২দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।দিনাজপুরের কাহারোল উপজেলায় গত ২২ সেপ্টেম্বর’২৪ রোববার বিকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে অবস্থিত ঢেপা নদীহতে ড্রেজার এবং টলি দিয়ে বালু ও মাটি উত্তোলন করার সময় সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং সুন্দরপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে শফিকুল আলম এর নিকট থেকে ৫০ হাজার টাকা ও একই ইউনিয়নের দ্বীপনগর গ্রামের মোঃ গিয়াস এর ছেলে মোঃবাবুল মিয়ার নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের মৃত নাজিমুদ্দীন এর ছেলে শফিকুল ইসলাম অবৈধভাবে ঢেপানদী থেকে বালু ও মাটি বিক্রি করার অপরাধের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


















