Monday , 16 September 2024 | [bangla_date]

গু,লিবিদ্ধ রশিদের পরিবারকে মন্ত্রীপরিষদ বিভাগের সহায়তা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয় দিনাজপুর শহরের কাঁটাপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ। এবার আব্দুর রশিদ ও তার সেই সন্তানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আর্থিক সহায়তা করেছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে আব্দুর রশিদ ও তার পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তার চেক তুলে দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, গুলিবিদ্ধ আব্দুর রশিদের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে, চিকিৎসার যাবতীয় বিষয়গুলো দেখা হচ্ছে। একইসাথে তারা চাইলে তাদেরকে একটি সরকারী বাড়িতে তুলে দেয়ার ব্যবস্থা করা হবে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ আব্দুর রশিদ ও তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসলে বর্তমান সরকারের উপদেষ্টাগণ বিষয়টি নিয়ে সাথে সাথেই তৎপর হন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী, প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে সহায়তা করা হয়। তারই অংশ হিসেবে আজকে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে। বাইরের দেশ থেকে অনেকেই সহায়তা করতে চেয়েছেন। তাদের একটা ব্যাংক একাউন্ট খুলে সেখানে সহায়তা পাঠিয়ে তাদেরকে পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট দুপুরে গর্ভবতী স্ত্রীকে নিয়ে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়মিত চেকআপ করতে গিয়েছিলেন দিনাজপুরের কাটাপাড়া এলাকার দিনমজুর আব্দুর রশিদ। স্ত্রীকে গাইনি ওয়ার্ডে রেখে নিচে কাউন্টারে টিকিট কাটার সময় হাসপাতালের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন আব্দুর রশিদ। পরে পুরো চিকিৎসা না নিয়েই বাড়ি চলে যান আব্দুর রশিদ। ৩ দিন পর তার পেটে পচন ধরলে ও ব্যাথা শুরু হলে ৮ আগষ্ট তিনি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতেই হয় অস্ত্রোপচার, এরপর আইসিইউতে। পরের দিন বাড়িতে এক কন্যা সন্তানের জন্ম দেন আব্দুর রশিদের স্ত্রী রোকেয়া বেগম। সন্তান প্রসবের ৩ দিন পর রোকেয়া বেগম নবজাতক সন্তানকে এক নি:সন্তান দম্পত্তির হাতে তুলে দেন। সেই দম্পতির পরিবার থেকে ২৫ হাজার টাকা দেয়া হয়। এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ৯ সেপ্টেম্বর রাতে বাচ্চাটিকে প্রকৃত মা-বাবার হাতে তুলে দেয় প্রশাসন ও শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড

দুই দিনে ছয় চা কারখানায় প্রশাসনের জরিমানা পঞ্চগড়ে চা কারখানা মালিকদের সিন্ডিকেটে পিষ্ট ক্ষুদ্র চা চাষিরা

জিয়া হার্ট ফাউন্ডেশন’র বার্ষিক সাধারণ সভা

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

তিরিশ হাজার ফুট উচ্চতায় কন্যা সন্তানের জন্ম দিলেন আফগান নারী

দীর্ঘ ১৩ বছর পর ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল

ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ থাকবে কিন্তু ধর্মান্ধ হব না -মনোরঞ্জন শীল গোপাল