Wednesday , 25 September 2024 | [bangla_date]

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে অনুর্ধ্ব-১৫ বালকদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২৪-২৫ এর আওতায় দিনাজপুর জেলায় অনুর্ধ্ব-১৫ বালকদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার ৫টি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সোমবার সকাল থেকে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) আখের আলী ও চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাকিল আহমেদ।
অতিথিবৃন্দ বলেন, ক্রীড়াই একমাত্র শরীর ও মনকে সুস্থ্য রাখতে পারে। শুধু ক্রীড়াই সাফল্য নয়, আগে সুস্থভাবে বাঁচতে হবে। এর জন্য নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। এছাড়া মোবাইল ও মাদকে না বলার আবহান জানান অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, কাবাডি ও দাবা প্রতিযোগিতায় ৫টি স্কুল এন্ড কলেজ অংশ নেয়। স্কুলগুলো হচ্ছেÑ দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, উত্তর গোশাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, দিনাজপুর ল্যাবরেটরি স্কুল ও মানিক পীর উচ্চ বিদ্যালয়।
কাবাডি প্রতিযোগিতায় উত্তর গোশাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়কে ১০-২০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চেহেলেগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে দাবা প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয় চেহেলেগাজী শিক্ষা নিকেতন।
খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক ওবায়দুর রহমান। আলোচনা শেষে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় অংশগ্রহনকারী সকল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে লিচু গাছের ডালে ঝু-লন্ত এক ব্যক্তির লা-শ উ-দ্ধার

বীরগঞ্জে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বীরগঞ্জে জাতীয় শোক দিবসে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

শেখ হাসিনার কোনো বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ আটক ১

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উঞ্চ ভালোবাসা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের স্মারকলিপি প্রদান

এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা

সভাপতি বদি, সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রেবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত