Monday , 2 September 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
গত ৫ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকায় দুবৃত্তদের আগুনে নিহত মো: আবু রায়হান সহ ৪ জন মৃত্যুর ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় নিহত মো: আবু রায়হানের পিতা মো: ফজলে আলম ওরফে রাসেদ (৫৩) বাদী হয়ে ২ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলায় ঠাকুরগাও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন সহ ৯১ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক নিত্যানন্দ সরকার মামলাটি ঠাকুরগাঁও সদর থানাকে এজাহারভুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, মো: আবু রায়হান সহ নিহত ৪ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ছিল। আসামীরা উক্ত ৪ জনকে আন্দোলন থেকে দূরে সরে যেতে বিভিন্ন ধরনের হুমকি, ধুমকি প্রদর্শন করে। তাতেও কাজ না হলে তাদেরকে আন্দোলন থেকে সরে যেতে আর্থিক প্রস্তাবনা দিলেও তা প্রত্যাখান করা হয়। পরবর্তিতে আসামীরা কৌশলে ছাত্র আন্দোলনের আলাপ আলোচনার কথা বলে, নিহত ৪ জনকে মামলার ৯ নং –আসামী পৌরসভার কাউন্সিলর একরামোদ্দৌলা সাহেবের বাড়িতে নিয়ে যায়। সেখানে মো: আবু রায়হান, মো: রাকিবুল হাসান (রকি), মো: আল মামুন (মামুন) ও শাওন পারভেজকে ঘরের ভেতরে কথা বলার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আগে থেকেই মামলার ১-১৪ নং- এবং ১৫-৯১ নং- আসামীরা উপস্থিত ছিল বলে, মামলায় উল্লেখ করা হয়। পরক্ষণে কৌশলে উক্ত ৪ জনকে ঘরের ভেতর আটকে রেখে আসামীরা বাহিরে বের হয়ে পরেন। ঘরের ভেতর পূর্ব থেকেই গ্যাস সিলিন্ডারের মুখ খুলে রেখে বাহিরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে দগ্ধদের চিৎকারে আশ পাশের মানুষজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আবু রায়হানকে ঢাকায় রেফার্ড করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ আগষ্ট তার মৃত্যু হয়। আল মামুন (মামুন) ঢাকা নেওয়ার পথে মারা যায়। এছাড়াও এ ঘটনায় আরও ২ জনেরও মৃত্যু হয়।
মামলার আসামীরা হলেন, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন সহ ৯১ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের চৌধুরীহাটে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনীয় অফিস উদ্বোধন

রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে নবাগত কাহারোল ইউএনওকে সংবর্ধনা

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে দুজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাণীশংকৈলে রসুন চাষে আগ্রহ হারাছেন কৃষকেরা!

বীরগঞ্জে ধানক্ষেতে পোকার আক্রমণ দিশাহারা কৃষক

ঠাকুরগাঁওয়ে জামাইয়ের রহস্যনজক মৃত্যুর ঘটনায় বউ-শাশুড়ী গ্রেফতার

বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগায়ে ইউএনওর গাড়ি দেখে ফাঁকা পশুর হাট

বোচাগঞ্জে ইএসডিওর আলোচনা সভা অনুষ্ঠিত