Sunday , 29 September 2024 | [bangla_date]

দিনাজপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো

বিকাশ ঘোষ, দিনাজপুর প্রতিনিধি //দিনাজপুর আদর্শ কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির সভাপতি করা হয়েছে দিনাজপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী
অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে। এছাড়া বিদ্যুোৎসাহী সদস্য করা হয়েছে জজ কোর্টের আরেক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ মাইনুল আলমকে।
গত ২৫-০৮-২৪ ইং তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ও কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টোকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্বভার গ্রহণের পর প্রথম কার্যদিবসে রবিবার (২৯ আগস্ট ২০২৪) সকাল দশটায় দিনাজপুর আদর্শ কলেজের শিক্ষক মিলনায়তায়নে মতবিনিময়
সভা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো।
মতবিনিময় সভায় এডহক কমিটির বিদ্যুোৎসাহী অ্যাডভোকেট মোঃ মাইমুল আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ হাসিনা আক্তার বানুসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
সভায় আগামী দিনে আদর্শ কলেজের শিক্ষার মানউন্নয়নে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান নতুন নিয়োগ পাওয়া এডহক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও