Monday , 30 September 2024 | [bangla_date]

বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটে ক্ষতিপুরণের দাবী

পার্বতীপুর প্রতিনিধি\ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক গেটের সামনে ক্ষতিপুরণের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত চৌহাটি গ্রামবাসী। এসময় খনির আবাসিক গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ চলায় খনির কোন কর্মকর্তা-কর্মচারী বাইরে হতে পারেনি।
রোববার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খনির ক্ষতিগ্রস্থ চৌহাটি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ক্ষতিপুরনের দাবীতে ঘন্টাব্যাপি মাববন্ধন ও বিক্ষোভ করেন।
বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায় জীবন ও বসত রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমানের নেতৃত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আগামী ৯ অক্টোবরের মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ ঘর-বাড়ী সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ না করলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ক্ষতিগ্রস্থ গ্রামের ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়েছিল কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের প্রতি গুরুত্ব না দিয়ে টালবাহানা ও মিথ্যা আশ্বাস দিচ্ছেন দীর্ঘদিন ধরে। আন্দোলন করেও খনি কর্তৃপক্ষ আমাদের প্রতি অন্যয় করছে। আমাদের দাবী মেনে নেয়নি।
চারদফা দাবীসমূহগুলো হচ্ছে (১) পূর্বের প্রতিশ্রæতি অনুযায়ী ফাটাবাড়ীর ক্ষতিপুরণ দিতে হবে, (২) ধোকাবাজী, মিথ্যা আশ্বাস দিয়ে চৌহাটীবাসীকে বোঝানো বন্ধ করতে হবে, (৩) কয়লা খনি প্রতিষ্ঠাকালনি সময়ে চৌহাটি এলাকাবাসীর সাথে সমোঝোতা চুক্তির ১০০% বাস্তবায়ন করতে হবে এবং (৪) চৌহাটিবাসীর চলাচললের রাস্তা মেরামতের ব্যবস্থা করতে হবে।
জীবন ও বসত রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, চৌহাটিগ্রামের বাড়ী-ঘর, রাস্তা-ঘাট ধ্বংস হয়ে গেছে।আমরা প্রতি মূহুতে সামনে বিপদ দেখছি। এখন কিছুই বাঁকি নাই। চৌহাটি গ্রামের মোসলেমা বেগম বলেন, চৌহাটি গ্রামে আমার বাড়ী, স্বামী-সন্তান নিয়ে আমরা রাতে ঘুমাতে পারছিনা।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন,স্কুল কলেজ মাদ্রাসা কবরস্থান রাস্তাঘাট সবই ধ্বংস হয়ে গেছে,অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে যাব, রাস্তার বেহাল অবস্থার জন্য অ্যাম্বুলেন্সও আসতে চায়না।
চৌহাটি গ্রামের মালেকা বেগম জানান, নলকুপে পানি উঠছে না, যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আমরা এর প্রতিকার চাই ও ক্ষতিপূরণ দিতে হবে। চৌহাটি গ্রামের মশিউর রহমান বলেন, বর্তমান কয়লা খনি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ সাইফুল ইসলাম সরকার আমাদের প্রতি অন্যায় ও বৈষম্য সৃষ্টি করছে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌহাটি গ্রামের মাসুদ আলী, গোলাহারুন রহমান প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস

পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে

বোদায় শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রয়াত ড্রাইভারদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রাণীশংকৈলে উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিকের সাধারণ সভা অনুষ্ঠিত

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালনে দিনাজপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়

বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচের সমাপনী

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ ও তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

বোদায় সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, হলুদ ফুলে দোল খাচ্ছে সরিষার ক্ষেত গুলো

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত