Sunday , 15 September 2024 | [bangla_date]

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে ফের উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রæটির কারণে বিদ্যুৎ উৎপাদন সম্পুর্নভাবে বন্ধ থাকার পর একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
এক সপ্তাহ বন্ধের পর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নম্বর ইউনিট থেকে উৎপাদন শুরু হয়।
জানা যায়, ১২৫মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেলে চালু হয়। তবে রাত ৮টা ৩২ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে এ ইউনিট থেকে উৎপাদিত ৬০-৬৫মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে। নির্দিষ্ট সময়ের আগেই ইউনিটটি চালু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ৬সেপ্টেম্বর সংস্কার কাজের জন্য বন্ধ হওয়া ১নম্বর ইউনিটটি মেরামত শেষে পুনরায় চালু করা হলো। উৎপাদিত ৬০-৬৫মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ২০২০সালের নভেম্বর থেকে সংস্কার কাজের জন্য ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নম্বর ইউনিট বন্ধ রয়েছে। ৯সেপ্টেম্বর ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হওয়ায় ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। ১নম্বর ইউনিটটি অনেক দিনের পুরোনো। গত ৬সেপ্টেম্বর রাতে সংস্কার কাজের জন্য সেটিও বন্ধ করা হয়েছিল। মেরামত শেষে বৃহস্পতিবার রাত ৮টা ৩২মিনিট থেকে ১ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে।
তিনি আরও জানান, ৩নম্বর ইউনিটটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প সোমবার নষ্ট হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গেছে। বিষয়টি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালকে জানানো হয়েছে। তারা দুই সপ্তাহ সময় চেয়েছে। বলেছেন, চীন থেকে মেশিন এলেই উৎপাদন শুরু করা যাবে। আমরা তাড়াতাড়ি বলেছি।

উল্লেখ্য, বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে কয়লা মজুত রয়েছে ২লাখ ৪০ হাজার মেট্রিক টন।তবে, তিনটি ইউনিট একই সঙ্গে কখনই চালানো হয়নি। বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে ৫২৫মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রর উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে ৫ জুয়ারু ও নিষিদ্ধ সিনটাসহ ১ কিশোর গ্রেফতার

কাহারোলে সর্ববৃহৎ গরুর হাট রাস্তার উপরে যানজট সৃষ্টি

রাণীশংকৈলে অটোমোবাইল ওর্য়াকসপ মালিক সমিতির অভিষেক সভা

খালেদা জিয়া করোনা পরীক্ষার নমুনা ‍দিলেন

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

আটোয়ারীতে ৯ম শ্রেণীর শিক্ষার্থী গণধর্ষণের শিকার//দুই ধর্ষক গ্রেফতার

বোচাগঞ্জে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার  ও পার্সেল সার্ভিসের উদ্বোধন

বোচাগঞ্জে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের উদ্বোধন

বিশ্ব নদী দিবস উপলক্ষে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা