Wednesday , 4 September 2024 | [bangla_date]

হিলি ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা

হাকিমপুর প্রতিনিধি\ সীমান্ত ঘেষাঁ দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন। আর সেই স্টেশনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা। যা মানবদেহ জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়াও অন্য ফসলের ফলন কমিয়ে দেয় ব্যাপক হারে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা।আর এসব বিষাক্ত আগাছা সম্পর্কে অজানা স্থানীয়দের। তবে কৃষি বিভাগ বলছে,উঠান বৈঠকসহ এসব আগাছা পুড়িয়ে দেওয়া হবে।
দেখা গেছে,সীমান্তবর্তী দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনের আনাচে কানাচে অবিকল ধনিয়া গাছের মতো দাঁড়িয়ে আছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। যা সম্পর্কে অজানা স্থানীয়দের ফলে এসব বিষাক্ত আগাছার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে চলছে দৈনন্দিন কাজকর্ম এছাড়াও তাতে গবাদিপশুর বিচরণ লক্ষণীয়। আর এসব বিষাক্ত আগাছার কারণে মারাত্মক হুমকির মুখে পরিবেশ যার ফলে মানবদেহের নানান রোগ ব্যাধীর পাশাপাশি গবাদিপশুও পড়তে পারে মৃত্যুর মুখে।এত কিছুর পরেও এসব আগাছা দমন না করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।পার্থেনিয়াম উপমহাদেশে উদ্ভিদ নয়। মেক্সিকো থেকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশেও ব্যাপকহারে জন্মাছে পার্থেনিয়াম। হিলির- রেলস্টনে ফাঁকা জায়গাগুলোতে বা রাস্তার ধারে বাড়ির আঙ্গিনায়। আয়ু সকাল তিন থেকে চার মাস। নিরবে ক্ষতি করলেও তা জানে না বেশিরভাগ মানুষই।
হাকিমপুর দক্ষিন বাসুদেব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ারুল টুকু বলেন,বিষাক্ত আগাছা পার্থেনিয়াম গাছটি রেলওয়ে স্টেশনসহ আমাদের বাড়ি ও খামার থেকে এসব বিষাক্ত আগাছা দ্রæত নিধনের দাবি জানান, উপজেলা কৃষি বিভাগ যদি কৃষকসহ সকল মানুষদের নিয়ে উঠান বৈঠকসহ পরামর্শ দেওয়ারও আহবান জানিয়েছেন তিনি।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা: আরজেনা বেগম বলেন,পার্থেনিয়াম আগাছা ভয়ঙ্কর এর সংস্পর্শে মানবদেহে তীব্র জ্বর বদহজম ক্যান্সারসহ দেখা দিতে পারে নানা ব্যাধি। মানুষ ও গবাদিপশুরও ঘটতেও পারে মৃত্যু। এসব বিষাক্ত আগাছা পুড়িয়ে ফেলাসহ স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড তুলেধরলেন রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগ

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

ঠাকুরগাঁওয়ে ১,২,৩ আসন শেষ মুহূর্তের নির্বাচনের মাঠ তুঙ্গে !

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম

আ,লীগ শান্তি সমাবেশের নামে ফাতরামি করছে বক্তব্যে বলেন- ঠাকুরগাঁও বিএনপি নেতারা

কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

রানীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে —-হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হরিপুরে উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান হতে চান অধ্যক্ষ মুকুল