Friday , 11 October 2024 | [bangla_date]

আটোয়ারীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী আইাডয়াল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের বিভিন্ন শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার( ০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আটোয়ারী বাজারস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যালয়ের প্রথম হতে পঞ্চম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি সনদ,ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নীতিশ চন্দ্র বর্মন জানান, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১ম গ্রেডে ১১ জন, ২য় গ্রেডে ৪ জন, ৩য় গ্রেডে ২ জন ও সাধারণ গ্রেডে ৩৭ জন বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নীতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোঃ শাহাজাহান, অন্যান্য উপদেষ্টাদের মধ্যে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার,বিশিষ্ট ব্যাবসায়ী হিরু রঞ্জন ঘোষ। আরো বক্তব্য রাখেন মানিক পীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ক্যাম্পাস-২ এর প্রধান শিক্ষক ইতি রাণী, সুখাতি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সাহেরা বেগম প্রমুখ। প্রধান অতিথি মাসুদ হাসান বলেন, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্ণধার। একদিন তারাই এ দেশের নেতৃত্ব দিবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এর জন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, আজকের বৃত্তি সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান আগামী দিনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর জনগণের উপর অনেক নির্যাতন নিপীড়ণ চালিয়েছে —বিএনপি নেতা আনম বজলুর রশিদ কালু

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় শিশু নি-হত

গণ সাহায্য সংস্থার বেদখলীয় প্রায় ১০ একর জমি ফেরত পেতে জোর তৎপরতা শুরু

পীরগঞ্জে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিলেন ডায়াবেটিক হাসপাতাল

বোদায় সাড়ে ৩ শত বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে

ঠাকুরগাঁওয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আয়ারল্যান্ডে সাপ নেই কেন

পীরগঞ্জে শিশুশ্রম নিরসনে সেবাদানকারী প্রতিষ্ঠানের করনীয় বিষয়ক সভা

বীরগঞ্জে স্মার্টফোন না পয়ে কিশোরের আত্নহত্যা

হরিপুরে দলীয় মনোনয়ন প্রত্যাশী শিখা রহমান