Friday , 11 October 2024 | [bangla_date]

আমরা কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করার পদক্ষেপ নিব —-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপি’র সহসভাপতি ও ফ্লোরিডা স্টেট বিএনপি (আমেরিকা)এর আহŸায়ক কমিটির সদস্য মোজাহারুল ইসলাম বলেছেন, বিগতদিনে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য লেঃ জেঃ মোঃ মাহবুবুর রহমান বিরল স্থলবন্দর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেছিলেন। আমরা কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই বিরল স্থল বন্দর পূর্ণাঙ্গভাবে চালু করার পদক্ষেপ নিব। আমরা জনস্বার্থে কাজ করবো এবং কল্যাণমূখী কাজে সকলের অংশগ্রহণ নিশ্চিত করবো। আমরা সকল বাংলাদেশী নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করবো। সকল অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যাবো।
মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের বিরলে উপজেলার পাকুড়া মোড়ে উপজেলার ভান্ডারা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক জিনাত আরা, জেলা বিএনপি’র উপদেষ্টা রবিউল গনি, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সাবেক যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, উপজেলা বিএনপির নেতা আবু নাছার প্রধান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. আবুল কালাম আজাদ, সহসভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা আকরাম হোসেন, উপজেলা তাঁতীদলের আহŸায়ক লুৎফর রহমান, সাবেক ছাত্রনেতা আবু ইমরান প্রধান, আনোয়ারুল ইসলাম ধলুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর আশুরোগ মুক্তি কামনায় মুনাজাত করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি জেলা বিএনপি’র সহসভাপতি ও ফ্লোরিডা স্টেট বিএনপি (আমেরিকা) এর আহŸায়ক কমিটির সদস্য মোজাহারুল ইসলাম বিরলের কালিয়াগঞ্জ হাট বারোয়ারি দূর্গা পূজা মন্ডপে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে সূধী সমাবেশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং বুধবার বিকেলে ধর্মপুর টিকরীপাড়া নতুন জামে মসজিদ নির্মাণ কল্পে দিনের বেলায় ৫ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ এর সভাপতিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নন্দিত মুফাচ্ছিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা-কুষ্টিয়া এ তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে সফল কৃষকেরা

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

শোক সংবাদ।। সাংবাদিক ও প্রধান শিক্ষক রেজুর দাফন সম্পন্ন

আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন

ঘোড়াঘাটে ভিজিডি’র চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

প্রয়াত এ্যাড: আজিজুল ইসলাম জুগলু’র নাগরিক শোক সভা

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দিনাজপুর সরকারি মহিলা কলেজের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

শীতে কাহিল বীরগঞ্জের মানুষ