Thursday , 24 October 2024 | [bangla_date]

কাহারোলে বস্তায় লাউ ও শাক-সবজি চাষে সফল কৃষক হেমবাবু

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে বস্তায় লাউ ও সবজি চাষে সফলতা দেখছেন কৃষক হেম বাবু রায়। দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জোতমুকুন্দপুর গ্রামের লাউ চাষী কৃষক হেম বাবু রায় জানান,অন্যের জমি বর্গা নিয়ে ৫০ শতক জমিতে লাউ চাষ করে প্রায় ৪ লক্ষ টাকা লাভের আশা করছেন। তিনি ইতোমধ্যে জমি থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকার লাউ ও সবজি বিক্রি করেন চাষী হেম বাবু রায়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার লাউ ও সবজি ক্ষেতে গিয়ে দেখা যায়, গাছে থোকায় থোকায় লাউ ধরেছে মার্চায়। লাউ চাষী প্রতি পিচ লাউ বিক্রি করেছেন তার জমি থেকে পাইকারি দামে ৩০ টাকা ৩৫ টাকা পর্যন্ত প্রতি পিছ বিক্রি করেন। লাউ ও অন্যান্য সবজি চাষে এ যাবৎ খরচ হয়েছে ৩০ হাজার টাকার অধিক। সে আরো জানায়, ২০ হাজার টাকা খরচ হবে লাউ এবং সবজি চাষের ক্ষেত্রে। চাষী এ পর্যন্ত ২ লক্ষ টাকার লাউ এবং সবজি বিক্রি করেছেন ইতোমধ্যে। জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি অধিদপ্তররের খরিপ মৌসুম ২/২০২৩-২০২৪ অর্থ বছরে সুলতান জাতের লাউ এর বীজসহ বিভিন্ন উপকরণ দিয়েছিলেন জোতমুকুন্দপুর গ্রামের কৃষক হেম বাবু রায়কে। উপজেলার কৃষি বিভাগের সার্বিক তত্বাবাধনে ও সহযোগিতায় এবং ইউনিয়ন কৃষি উপ-সহকারি কর্মকর্তার সার্বিক পরামর্শে লাউ চাষ করে স্বাবলম্বী হিসেবে নিজেকে গড়ে তুলছেন লাউ ও সবজি চাষী হেম বাবু রায়। কৃষক হেমবাবু রায় বলেন, আমি মানুষের জমি বর্গা নিয়ে বিভিন্ন জাতের সবজিসহ কফি ও শীতকালীন সবজি চাষাবাদ করে আসছি বেশ কয়েক বছর ধরে। লাউ ও শাকসবজি চাষ করে বর্তমানে আমার পরিবার পরিজন নিয়ে ভালো ভাবে সংসার পরিচালনা করে আসছেন বলে তিনি এই প্রতিনিধিকে জানান। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, অত্র কাহারোল উপজেলায় সবজি উৎপাদনের জন্য কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও প্রদশনী দেওয়ার পাশাপাশি সকল প্রকার শাক-সবজি চাষাবাদের ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা অব্যহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরবাসীর সেবক হতে চাই – মেয়র মোশারফ হোসেন

মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

শীতের সকালে দুই টাকায় কম্বল নিয়ে হাজির তরুণ শিক্ষার্থীরা

দিনাজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন

বিরামপুরে আবাসিক হোটেলে অসামাজিক কাজের দায়ে তিনজনের কারাদন্ড

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনে বক্তারা প্রতিটি সাংস্কৃতিক কর্মীকে ১০ হাজার টাকা সরকারি ভাতার আওতায় আনতে হবে

দিনাজপুরে ফেন্সিগ্রিপসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে ফেন্সিগ্রিপসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল

যারা সংখ্যায় কম তাদের আমরা সংখ্যালুঘু বলবোনা — ইউএনও রকিবুল হাসান