Friday , 11 October 2024 | [bangla_date]

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের কর্মবিরতি পালন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিএনএমসি’র সকল পদে যোগ্য নার্সদের পদায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ অংশ হিসেবে দিনাজপুরে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয।
বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল হাসপাতাল কলেজ হাসপাতাল শাখার প্রয়োজনে এই কর্মবিরতি পালন করা হয়। এতে মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবী মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় আরো বৃহত্তর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।
গত ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সাময়িকভাবে ২ (দুই) জন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিপূর্ণভাবে পদায়ন না করে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হয়। এতে সকল নার্স, মিডেওয়াইফ, শিক্ষার্থীগণ এবং সংস্কার পরিষদ হতাশ। উপরোন্ত অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) নাসির উদ্দিনকে অধিদপ্তর হতে প্রত্যাহার করে উক্ত পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। এর প্রেক্ষিতে তাদের এক দফা দাবি পুরনে কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ৮ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত ও ৯ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আহবায়ক বেনজামিন দাস, সদস্য সচিব রাখী আকতার, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ কোহিনুর বেগম, নার্সিং কলেজের প্রভাষক শাহিদা খানম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা শামসুন নাহার, দিনাজপুর নার্সিং কলেজের ইন্সট্রাক্টর আয়শা সিদ্দিকা, শিখা বিশ্বাস, নার্সিং শিক্ষার্থী মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।
উল্লেখ্য,হাসপাতালের জরুরী বিভাগ, ইমারজেন্সি ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ ইউনিটগুলি কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শরতের রঙে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে

বোদায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা

নবরূপী’র শাহজাহান শাহ্্ ২য় নাট্যোৎসবে নাট্য সমিতির মঞ্চে নন্দিনীর পালা মঞ্চস্থ

ঠাকুরগাঁওয়ে অবৈধ দখলদারদের কবলে পড়ে জৌলুস হারাতে বসেছে পাইকারি রোড বাজার

গতিহীন বিএনপি’র জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধু কন্যা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করে দেশকে আলোকিত করেছে -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বোনের বাড়িতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু !

নদীর পাড়ে ‘ক্যাম্বেল’ জাতের হাঁসের খামার বদলেছে ফারুকের জীবন

বীরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

পৌর ১২নং ওয়ার্ডের ৪শ অসহায় মানুষ পেল ঈদ উপহার