Sunday , 20 October 2024 | [bangla_date]

পঞ্চগড়ে ঘুমের ওষুধ না দেয়ায় চিকিৎসককে থাপ্পর প্রতিবাদে সহকর্মীদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি\ ঘুমের ওষুধ না দেয়ার অপরাধে পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমকে থাপ্পর দিয়েছেন জাকির হোসেন রাজু নামের এক রোগী। গত বুধবার দুপুরে ওই রোগী এই কান্ড করে বসেন বলে দাবি করেন ভুক্তভোগী চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার চিকিৎসক ও চিকিৎসা সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন পঞ্চগড় শাখার ডাকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে কালো ব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডা. বাহারাম আলী, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. এসআইএম রাজিউল করীম রাজু, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. আমির হোসেন, এম আর রেজাসহ চিকিৎসক নেতারা।
এ সময় বক্তারা বলেন, একজন চিকিৎসক সব সময় সর্বোচ্চ সেবা দিয়ে থাকেন। তারপরও চিকিৎসা সেবা মনমতো না হলেই সামান্য বিষয়েও চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। বুধবার দুপুরে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ঘুমের ওষুধ না দেয়ার অভিযোগ তুলে জাকির হোসেন রাজু নামে এক ব্যক্তি ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমকে লাঞ্ছিত করে। এমন ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। তাই তারা আসামীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, পঞ্চগড় জেলা শহরের রাজনগর এলাকার জাকির হোসেন রাজু (৫০) গত ১১ ও ১২ অক্টোবর এই মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে গিয়ে ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের কাছে চিকিৎসা সেবা নেন। গত বুধবার দুপুর ২টার দিকে তিনি আবারও তার কাছে চিকিৎসা সেবা নেয়ার জন্য যান। এ সময় রাজু সেদিন ওই চিকিৎসক তাকে ঘুমের ওষুধ দেয়নি কেন এর জবাব চান। ঘুমের ওষুধ না দেয়ায় ৩ থেকে ৪ দিন তিনি ঘুমাতে পারেন নি বলে জানান। সেদিন ঘুমের সমস্যার কথা না বলায় ঘুমের ওষুধ দেয়া হয় নি বলে জানান ওই চিকিৎসক। একই সাথে তিনি প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা দিয়েছেন বলে জানান। এই কথা বলার পরে আকস্মিক ওই ব্যক্তি চিকিৎসক নাঈমের গালে থাপ্পর মারেন। পরে ওই হাসপাতালের কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই তাকে আসামী করে পঞ্চগড় সদর থানায় মামলা করেন ভুক্তভোগী চিকিৎসক।
মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে গিয়ে ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ পৃথকভাবে দেয়া প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত-১

উর্বশী গানের সিঁড়ি’র দ্বিতীয় আসরেও জমিয়ে গাইলেন খ্যাতনামা সংগীতশিল্পীরা

আগামী শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে কাব্যগ্রন্থ ‘ডাহুকডুব’ এর মোড়ক উন্মোচন ও মৌলিক গানের অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চোরাই মালামাল ভাগাভাগির সময় আটক -৬ জন

রাণীশংকৈলে দিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

চিরিরবন্দর ও খানসামার ৩১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার

বীরগঞ্জে ভূমি দস্যুর দৌরাত্মে দিশেহারা বৃদ্ধ জমির উদ্দিনের পরিবার