Monday , 28 October 2024 | [bangla_date]

পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদ নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। আইনের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে জমি দখল করে টিনের ঘর নির্মাণ করে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করছেন। সোমবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সাবেক ইউপি চেয়ারম্যান শামস রায়হান চৌধুরী রানা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটী মোজৗার ২৭নং খতিয়ানের সিএস এবং এসএ রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ১৯৭৯ সালে ৭০০৬নং দলিল মূলে সাড়ে ১০ শতক জমি ক্রয় করেন মালগাও গ্রামের আব্দুর রহমান চৌধুরী। দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে জমির খাজনা পরিশোধ করে সেখানে বসত করে আসছেন আব্দুর রহমান চৌধুরীর ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান শামস রায়হান চৌধুরী রানা। বিগত কয়েক বছর ধরে ওই জমি নিজের দাবী করে বিভিন্ন ভাবে শামস রায়হান চৌধুরীর পরিবারকে হয়রানি করে আসছেন ঐ এলাকার আবুল কালাম আজাদ নামে এক প্রভাবশালী ব্যক্তি। এ নিয়ে আদালতে মামলাও হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের কেউ জমির আকার আকৃতি পরিবর্তন কিংবা কোন অবকাঠাকামো কিংবা প্রাচীর নির্মাণ করতে পারবেন না মর্মে স্থিতাবস্থা বজায় রাখার জন্য ২০২৩ সালে ৫ মার্চ আদেশ জারী করেন সহকারী জজ আবু তালেব মিয়া। কিন্তু আবুল কালাম আজাদ আদালতের আদেশ অমান্য করে রবিবার প্রভাব খাটিয়ে ওই জমি দখলে নিয়ে টিনের ঘর তুলেছেন এবং সোমবার সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এ নিয়ে পীরগঞ্জ থানায় অভিযোগ করেছেন। সোমবার দুপুরে পুলিশ প্রাচীর নির্মান করতে নিষেধ করলেও মানছেন না আবুল কালাম আজাদ পক্ষ। তারা আদালত এবং পুলিশের নির্দেশনা অমান্য করে প্রচীর নির্মান কাজ করেই চলছেন।
এ বিষয়ে আবুল কালাম আজাদ জানান, ঐ জমির বৈধ মালিক তিনি। প্রতিপক্ষদের দীর্ঘদিন ধরে জমির কাগজপত্র দেখানোর তাগিদ দিলেও তারা কোন কাগজপত্র দেখাতে পারেননি। তারা বৈধ কাজগপত্র দেখাতে পারলে তিনি জমি ছেড়ে দিবেন বলেও জানান।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পেয়েছি। প্রাচীর নির্মান করতে নিষেধ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ চিনিকলে আমরা চিনি পরিবারের পক্ষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আপনাদের সমস্যা সমাধান করতে আমার ওয়ান-টু ব্যপার ———–ওসি রাণীশংকৈল

দিনাজপুরে হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম

হরিপুরে জমি দখলে বাধা দেওয়ায় বাড়ি ঘর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ -আহত ৭

নবাবগঞ্জে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

রানীশংকৈল পৌরসভার মহিলা কাউন্সিলর প্রার্থী বনিতা রানী সরকারের মন নয়ন পত্র জমা

তফশিল ঘোষণার পর জ্বালাও পোড়াও করা হলে জনগণ তা প্রতিহত করবে —— নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন