Sunday , 6 October 2024 | [bangla_date]

পুজার বাজার কাহারোলে দুর্গা পুজাকে সামনে রেখে কাপড়ের মার্কেটে কেনা-কাটায় ভীড়, পুরুষের চেয়ে নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব। আর এই দুর্গাপুজাকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় জমে উঠেছে পুজার বাজার। দিন যত ঘুনিয়ে আসছে, কাপড়ের দোকান-গার্মেন্টস ও কসমেট্রিক্সের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভীড়। মার্কেট গুলোতে দেখা গেছে, পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ক্রেতাদের সমাগম অনেক হারে বেশী। সকাল ১১ টার পর থেকেই রাত সাড়ে ৯ থেকে ১০ টা পর্যন্ত কাপড়ের মার্কেট গুলোতে কেনাকাটা ব্যস্ত সময় অতিবাহিত করছে ক্রেতা ও বিক্রেতারা। এদিকে কাহারোল উপজেলা সদর সহ ছয়টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার গুলো সরেজমিনে ঘুরে দেখতে গিয়ে জয়নন্দ বাজার ও বলেয়া বাজারে কাপড় ব্যবসায়ী আঃ করিম এবং লোকমান হোসেনের সাথে কথা হলে তারা জানান, গত বছরের চেয়ে এবছর কাপড় ক্রেতারা তাদের পছন্দনীয় পোশাক ক্রয় করার জন্য দিনের বেলার চেয়ে রাতের বেশি ভীড় পরিলক্ষিত হচ্ছে এর ফলে বেচা-বিক্রিও অনেকটাই ভাল হওয়ায় মনের আনন্দে দোকানদারী করছি আমরা ব্যবসায়ীরা। কয়েকজন কাপড় ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানান, আমাদের বছরের সবচেয়ে বড় পুজা দুর্গাপুজা। এই পুজায় পরিবারের ছোট বড় সবাই মিলে নতুন জামা-কাপড় ক্রয় করে থাকি প্রতিবছরই। কিন্তু গত বছরের চেয়ে এবছর পছন্দনীয় পোশাকের দাম অনেক হারেই বৃদ্ধি পেয়েছে। এর ফলে গরীব ও মধ্যবিত্তরা পোশাক ক্রয় করতে হিমসিম খাচ্ছেন। এই দুর্গা পূজাকে সামনে রেখে গার্মেন্টস ও থান কাপড় ব্যবসায়ীরা গতবছরের লোকসান এবছর পুষিয়ে নেওয়ার আশা করছেন অনেকেই। কাপড় ব্যবসায়ীরা পুজা কে সামনে রেখে বিভিন্ন ডিজাইনের পোশাক দোকানের সামনে ক্রেতাদের আকর্ষণের জন্য টাঙ্গিয়ে রেখেছেন। কাহারোলে বর্তমানে পুজার মার্কেট গুলোতে দিন দিন উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। তবে এবার পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ক্রেতাদের সমাগম হচ্ছে পূজার মার্কেটগুলোতে। অনেক ক্রেতা তাদের পোশাক ক্রয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী ক্রয় করতে দেখা যাচ্ছে কসমেটিক-এর দোকানগুলোতে। পুজা কে সামনে রেখে কাহারোলের সর্বত্রই দিন দিন জমে উঠছে শারদীয় দুর্গাপুজার বাজার। অপরদিকে কাহারোল উপজেলায় পুজা কে সামনে রেখে অবিরাম ভাবে দর্জির দোকানগুলোতে চলছে পোশাক তৈরীর কাজ -কর্ম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা

বীরগঞ্জে মোবাইলে আসক্তি স্ত্রী, স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা

ঠাকুরগায়ের পীরগঞ্জে বিরল রোগে আক্রান্ত ভাই-বোন পঙ্গু প্রায়,অর্থাভাবে চিকিৎসা বন্ধ

রাণীশংকৈলে এসএসসি ৯৭-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে নারীদের রান্নার কৌশল শেখানোর প্রশিক্ষণ শুরু

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

বোচাগঞ্জে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি

নবনির্বাচিত চেয়ারম্যানগণকে সংবর্ধনা এবং বিভিন্ন প্রকল্পের নগদ অর্থ ও সাইকেল বিতরণ

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

চলতি মৌসুমে হিলিতে ধান-চাল সংগ্রহের উদ্বোধন