Wednesday , 30 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা মা ও ছেলেকে পিটিয়ে জখম করে আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বীরগঞ্জ থানায় অভিযোগ ও সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, গত ২০/১০/২০২৪ইং তারিখে আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পুলিন চন্দ্র রায়ের স্ত্রী ধলেশ্বরী রানী (৭০) ও ছেলে প্রভাত চন্দ্র রায়ের বাড়ীর পার্শ্ববর্তী এলাকার বিমল চন্দ্র রায়ের জমিতে দুটি ছাগল ঘাস খেতে যায়। প্রতিপক্ষরা ছাগল দুটি ধরে নিয়ে গিয়ে খোয়ারে না দিয়ে বাড়ীতে বেধে রাখে।
পরের দিন ছাগল দুটি আনার জন্য গেলে একই এলাকার বিমল চন্দ্র রায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিমল চন্দ্র রায়ের ছেলে তাপস রায় (৩০), বিমল চন্দ্র রায় (৫৫) ও তাঁর স্ত্রী গীতা রানী রায়(৪২) লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে বৃদ্ধা ধনেশ্বরী রানী ও ছেলে প্রভাত রায়ের উপর হামলা চালায়। তাদের হত্যার উদ্দেশ্যে বিমল ধারালো ছোরা দিয়ে প্রভাত ও তার মায়ের মাথার মধ্যখানে কুপিয়ে রক্তাক্ত জখম এবং পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রভাতের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি’র পরামর্শ দেন। ঘটনার রাতই বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৭/১০/২০২৪ ইং তারিখে ভুক্তভোগী প্রভাত রায় বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুটিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে।

এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরুদ্ধ হত্যার অভিযোগে পলাতক স্বামী সহ পরিবারের সদস্যরা

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ: রাণীশংকৈলে ৪জন গ্রেফতার !

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে ও জনসচেতনতা তৈরীতে পুতুল নাচ-নাটিকা ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভা

দিনাজপুরে সংবাদ সম্মেলনে অসহায় লাল মিয়ার আর্ত্তি

অমর একুশে মেলায় আসছে তরুণ কবি শ্রীমন রায়ের ‘চায়ের কাপে হালকা চুমুক’

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল