Wednesday , 16 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥
প্রতিবছরের ন্যায় এবছরও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১৮৭টি গ্রামের প্রতি গৃহে প্রায় ২০ হাজার সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়েছে।

শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীল, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত কোজাগরী লক্ষ্মী। তাই ঐশ্বর্যের দেবী। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধানধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে আসেন। সে কারণে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মীপূজা হয়। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠে বাঙালি হিন্দুদের গৃহকোণ। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের গুঁড়ো, আলপনায় লক্ষ্মীর ছাপ। অনেকে বলে লক্ষ্মী মানে শ্রী,সরুচি। লক্ষ্মী পূজা করতে আসা সুনীল চক্রবর্তী জানান, এবছর কোজাগরী লক্ষ্মী পূজা ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যে ৭:৪৪ মিনিট ৩০ আশ্বিন ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৫:১৯ অবধি।
লক্ষ্মী সম্পদ যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণ সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মালবম্বীরা এ পূজা করে থাকে। এ উপলক্ষে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বলন করা হয় প্রদীপ। হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা- মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহেস্থ অব্দি সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভুজা। আর তার বাহন পেঁচা। তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভুজা কমলে- কামিনী মূর্তিই বেশি দেখা যায়। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৫:১৯ মিনিটে দেবীর পূজার দেওয়ার নির্ঘণ্ট রয়েছে। এ সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করবে হিন্দু নর- নারীগণ। সারাদেশের ন্যায়ে বীরগঞ্জে অনেক মন্দিরে ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার নানা ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়। লক্ষ্মী পূজা উপলক্ষে বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজারে বৌদ্ধ সাহার দোকানে প্রতিমা কিনার হিড়িক ছিল চোখে পড়ার মতো। লক্ষ্মীপূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কবিরগান, মারাহুরার গান সহ চলে নানা আয়োজন করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​২০২১ সালে বিশ্বে সাংবাদিক গ্রেপ্তারে রেকর্ড

রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নতুন কমিটি ভাইস চেয়ারম্যান কাচ্চু, সেক্রেটারী মফিজ উদ্দিন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল কাতিহার অতিরিক্ত টোল আদায়ের জন্য , ৩০ হাজার টাকা জরিমানা

ওস্তাদ সুনীল মজুমদারের শিষ্যদের পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীত উৎসব

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

বিশ্বনবীকে নিয়ে ভারতের পুরোহিত কটুক্তি করায় হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর সরকারি মহিলা কলেজ ইউনিট দাবী আদায়ের লক্ষ্যে একদিনের কর্মসূচী পালিত

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন –যুগ্ম সচিব হামিদুল হক

কাহারোলে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে ফ্রি চক্ষু ক্যাম্প