Saturday , 19 October 2024 | [bangla_date]

সমন্বয়ককে ধমক পঞ্চগড়ের সাবেক সাংসদ নাঈমুজ্জামানের বিরুদ্ধে জিডি

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীকে ধমক দেয়ায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ফজলে রাব্বী পঞ্চগড় সদর থানায় গিয়ে এই ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত ১৩ অক্টোবর ম্যাসেঞ্জারে অডিও কল দিয়ে উচ্চস্বরে ধমক দেয়া হয় সমন্বয়ক ফজলে রাব্বীকে। ওই কল রেকর্ডে কিছু অংশ সামাজিক যোগাযোগের মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেখানে সাবেক ও সাংসদকে বলতে শোনা যায়, ‘আমার ফেসবুকের ওয়ালে এসে তোমার বাহাদুরি কেন করতে হবে? আমি পঞ্চগড়েই আছি বেয়াদবি করবানা, আমার সাধারণ সৌজন্য শিষ্টাচার আছে বলেই মনোনয়ন পাবার পর আমাদের এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জমির উদ্দীন সরকারের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার) দোয়া নিতে গিয়েছিলাম। সাধারণ সৌজন্যতা বজায় রাখবা। রাজনীতি করতে চাও, রাজনীতিকে রাজনীতিকভাবে মোকাবেলা করবা, বেয়াদবি করবানা। বেয়াদবি করে কোনদিন রাজনীতিতে বড় হওয়া যায়না। আমার শিক্ষা, আমার রুচি, আমার ব্যাকগ্রাউন্ড এবং পঞ্চগড় নিয়ে কাজের যে অভিজ্ঞতা- সেটা অর্জন করতে তোমার বহু বছর লাগবে। আমি যতটুকু করছি জীবনে সেটুকু অর্জন করতে তোমার বহু বছর লাগবে। তোমরা মনে করো আমি লুকিয়ে আছি? তোমরা কি শুরু করছো?’
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, সরকার পতনের পরও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা তার ফেসবুক আইডিতে উস্কানিমূলক এবং আক্রমনাত্মক পোস্ট করে আসছেন। গত ১৩ সেপ্টেম্বর হঠাৎ ম্যাসেঞ্জারে তিনি আমাকে কল করেন। আমি রিসিভ করতেই তিনি যেভাবে কথা বলছিলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি আক্রমনাত্মক ও ধমকের শুরু কথা বলছিলেন। আমাকে দেখে নেয়ার ক্ষমতাও নাকি তার আছে এভাবে আমাকে হুমকি ধামকি দেন। এর আগে সরকার পতনের আগের দিন তিনি রক্ত ¯œানে শুদ্ধ হওয়ার পোস্ট দিয়েছিলেন। তাই আইনী সহায়তার জন্য আমি সাধারণ ডায়েরি করেছি।
পঞ্চগড় সদর থানার ওসি রঞ্জু আহম্মেদ সাবেক সাংসদ নাঈমুজ্জামানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

খানসামায় ৪ অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

দিনাজপুরে কলেজ ছাত্রী মন্দিরা এক ঘণ্টার জন্য সমাজসেবা কর্মকর্তা

পীরগঞ্জের দরিদ্র নাসিং শিক্ষার্থীর পাশে দাড়ালেন যুবলীগ নেতা গিয়াস উদ্দীন

দিনাজপুরের ফ্রিজিয়ান জাতের ৩৮মণ ওজনের মহারাজা এখন চট্টগ্রমে। দাম নির্ধারণ করা হয়েছে ২২ লাখ টাকা।

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

বোদায় বোরো ধানের দাম কম, কৃষকরা হতাশ

নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা আজ শান্তিতে আছে, ভাল আছে —হুইপ ইকবালুর রহিম

ঘোড়াঘাটে বিএনপির কর্মীসভায় ডাঃ জাহিদ