Monday , 18 November 2024 | [bangla_date]

আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা উদ্বোধন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আলোয়াখোয়া রাশ মেলা -২০২৪ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১৫ নভেম্বর) সন্ধায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠের মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাবেত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় আলোয়াখোয়া রাশ মেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা বিএনপি’র নেতা ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আদম সুফি, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আলোয়াখোয়া রাশ মেলার সাবেক সম্পাদক মির্জা নূরুল ইসলাম হেলাল, জাতীয়তাবাদী হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের জেলা যুগ্ম আহবায়ক হরেন্দ্র নাথ ঘোষ (অলেন), উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্যাহেল বাকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, জাগপা সম্পাদক বজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা একমাস কাল স্থায়ী থাকবে। প্রতি বছরের ন্যায় এবারো গরু, মহিষ,ঘোড়া, সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কেনা বেচার বিপুল সমারোহ শুরু হয়েছে। একমাস কাল সুস্থ্য বিনোদনের ব্যবস্থা অব্যাহত থাকবে। এ মেলায় নিরাপত্তার যথেষ্ট রয়েছে এবং থাকবে। এ মেলার আয় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে ব্যয় করা হয়। প্রধান অতিথি আইন-শৃঙ্খলা বজায় রেখে জাঁকজমকপূর্ণ পরিবেশে সুস্থ্য বিনোদনের মাধ্যমে মেলা পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। আলোচনা সভা শেষে অতিথিগণ আনুষ্ঠানিকভাবে রাশ ঘুরানোর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের রাশ পূজা উদ্বাধন করেন ও উম্মুক্ত মাঠে আঁতশবাজি করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

‘ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভা’

বোচাগঞ্জে পল্লীশ্রী’র নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে রেলি ও আলোচনা

পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ সম্মেলন ও তালিমি জলসা অনুষ্ঠিত

চিরিরবন্দরে নামাজে সিজদারত  অবস্থায় শিক্ষকের মৃত্যু

চিরিরবন্দরে নামাজে সিজদারত অবস্থায় শিক্ষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে মন্দিরে ১৪৪ ধারা জারি

হরিপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এমএএস রবিউল ইসলামকে সংবর্ধনা

কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে

হরিপুরে স্বাস্থ্য বিধি না মেনেই কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ !

দিনাজপুরে হ্যাভেনলি টাচ্ এর উদ্দোগে পিঠা উৎসবে বক্তারা যুগ যুগ ধরে গড়ে উঠা বাঙ্গালী সংস্কৃতির ঐতিয্য পিঠা উৎসব নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রজন্মদের কাছে অবদান রাখবে

রাণীশংকৈলে তিনদিন ব্যাপী ফল মেলা