Saturday , 2 November 2024 | [bangla_date]

ইমাম প্রশিক্ষণ একাডেমির মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না-তাদের সেবা দিয়ে থাকে

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ের হাজীদের নিয়ে ব্যবসা করে না-তাদের সেবা দিয়ে থাকে। ২০২৫ সালে যে হজ্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমরা খুব কম খরচে দুটি প্যাকেট চালু করতে যাচ্ছি।
মঙ্গলবার ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে দিনাজপুর কেন্দ্রে প্রশিক্ষণরত ১১৬৩তম দলের ঈমামদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওঃ সাব্বির আহমেদ এর সঞ্চালনায় ইমাম প্রতিনিধিদের পক্ষে মাওঃ মোঃ আব্দুল মোত্তালেব শুভেচ্ছা বক্তব্য রাখেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ আনিসুর রহমান। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন মোঃ আজাদ কামাল রনি।
মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে তাঁকে এক দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোন লক্ষ্য হাসিলে আমরা সক্ষম হবো। এ জন্য আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মাঝে বিশেষায়িত আলেম তৈরী হতে হবে। একেকজন আলেম একেকটা মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন।
তিনি আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে অন্তত ২০জন আলেমকে সংসদে পাঠাতে হবে। তাদের মধ্য হতে যখন ৫/১০ জন মন্ত্রী করতে পারবেন তখন আপনাদের সব ইচ্ছা পূরণ হবে।
উপদেষ্টা খালেদ হোসেন বলেন, আমাদের সমাজে যেসব সামর্থ্যবান ব্যক্তি এখনো হজ্জ পালন করেনি বা করতে পারেনি, তাদেরকে হজ্জ পালনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। আর কাজটি করার দায়িত্ব আলেম-ওলামাদেরকেই নিতে হবে।
ক্বওমি মাদ্রাসার সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির ব্যাপারে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে ক্বওমী সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরকে আরবি ভাষার উপর দক্ষ করে গড়ে তোলার জন্য আলেমদের প্রতি আহŸান জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের আয়োজনে দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের সভাপতি হযরত আল্লাম শামসুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম ও দিনাজপুর পাটোয়ারী বিজনেস হাউস (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দিনাজপুর চেম্বারের সদস্য আলহাজ্ব শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরতুল আল্লাম মতিউর রহমান কাসেমী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ শরিফুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা ক্বওমী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি আব্দুল কাইয়ুম,দিনাজপুর সংগীত কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মোঃ ফজলুল করিম, বিমিষ্ট আলেম মাওলানা নুর আলম, মাওলানা মুফতি আব্দুর রকিব, মাওলানা শামসুল ইসলাম, মুফতি মোঃ শোয়াইব, মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।
এরআগে সকাল সাড়ে ৯টায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় পরিদর্শন করেন। পরে সকাল ১০টায় দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণরত ইমামদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
বিকেলে স্থানীয় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এক রাত মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিরামপুর
বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধ :অন্তবর্তী সরকারর ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হাসান বলেছেন,“যারা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন”তারা দেশপ্রেমিক হতে পারে না।
সোমবার সন্ধা ৭টায় বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে পাইলট হাই স্কুল মাঠে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ (স:) এর সুন্নত ও তরিকা নিয়ে চললে ইহকাল ও পরকাল সফল হওয়া যাবে।
মাওলানা আমিরুল ইসলামর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,বাংলাহিলি জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মহাসচিব মাওলানা শামসুল হুদা খান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কাজী ফজলুল করিম, মুফতি আব্দুল হাকিম এবং স্থানীয় আলেমবৃন্দ।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোন আলেম দেশের টাকা মেরে, বিদেশে বাড়ি করেন নাই। যারা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন তারা দেশপ্রেমিক হতে পারেন না। গত সোমবার রাত ৮টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে রাবেতা ওলামাউল মাদারিসের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জান্নাতে যেতে হলে নবী-রাসুলের তরিকা মেনে চলতে হবে। নবীর সুন্নতের আলোকে জীবন গড়তে হবে। হালাল উপার্জন করতে হবে। মাদক থেকে সমাজকে বাঁচাতে হলে সন্তানদেরকে কোরআন ও হাদিসের সঠিক শিক্ষা দিতে হবে।
রাবেতা ওলামাউল মাদারিসের দিনাজপুর জেলা সভাপতি আলহাজ্ব মাও.আনোয়ার হোসাইন নদভীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম হিলি’র মহাপরিচালক আলহাজ্ব হযরত মাও. শামসুল হুদা খান দা.বা.,দারুল হিকমাহ মাদরাসার শাইখুল হাদিস আলহাজ্ব মাও. মতিউর রহমান কাসেমী দা.বা.,দিনাজপুর নিউটন মাদরাসার মুহতামীম আলহাজ্ব মাও. শরিফুল ইসলাম দা. বা. ও প্রবাস বন্ধু পোল্ট্রি এন্ড চিকসের প্রোপাইটার মাও. মনিরুজ্জামান দা.বা. প্রমূখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আঞ্চলিক বৈষম্য নিরসনে তিন দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বীরগঞ্জে পল্লীশ্রী কতৃক নারীর ক্ষমতায়ন বিষয়ক বার্ষিক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে পৃথক সড়ক দূ-র্ঘটনায় চারজন নি-হত

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

আটোয়ারীতে এনজিও এমকেপি’র আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন

ধর্ম নিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় বিদ্যালয়ের জমি দখল করে প্রধান শিক্ষক বাড়ি নির্মাণ করার অভিযোগে সাময়িক বরখাস্ত

করোনা সংক্রমণ শুরু হওয়ায় যাতায়াতে যাত্রীদের বাড়তি সতর্কতা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের মালিকসহ ৫ জনের কারাদন্ড