Wednesday , 20 November 2024 | [bangla_date]

কাহারোলে শিক্ষক মুক্তিয়ারার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে মিথ্যা অপবাদে দাবিতে সহকারি শিক্ষিকা মোছাঃ মুক্তিয়ারা বেগমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বুধবার ( ২০ নভেম্বর’২৪) সকাল সাড়ে ১০ টার দিকে দিনাজপুরের রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে মিথ্যা অপবাদে দাবিতে সহকারি শিক্ষিকা মোছাঃ মুক্তিয়ারা বেগমের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিদ্যালয় থেকে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা নিবার্হী অফিসার ও বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি মোঃ আমিনুল ইসলাম-এর নিকট ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে সহকারী শিক্ষক মোছাঃ মুক্তিয়ারা বেগমের পদত্যাগ দাবী করেন। তাদের দাবীর বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার সমাধানের আশ^াস প্রদান করায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে যায়। জানা যায়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনওয়াজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ মুক্তিয়ারা সপ্তম শ্রেণীর খ শাখার ছাত্র তুফান চন্দ্র রায়কে গত ১২ নভেম্বর’২৪ ক্লাশ চলাকালীন সময় ঐ শিক্ষার্থীর সাথে উগ্র আচরণ এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর ও শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি আমাকে (প্রধান শিক্ষককে) ঐ শিক্ষার্থী জানালে বিষয়টি সহকারী শিক্ষক মোছাঃ মুক্তিয়ারা বেগমের কাছে জানতে চাইলে সেও আমার সাথে অসৎ আচরণ করেন। এর পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষক মোছাঃ মুক্তিয়ারা বেগমকে পরপর দুইটি কারণ দূর্শানোর নোটিশ প্রদান করলেও তিনি নোটিশের কোনো জবাব না দেওয়ার কারণে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্বান্ত অনুযায়ী গত ১৭ নভেম্বর’২৪ ইং তারিখে অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছত্র মোহন দেবনাথকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সুষ্ঠভাবে তদন্ত করে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য একটি পত্র প্রেরণ করেন। তিনি আরো জানান, সহকারী শিক্ষক মোছাঃ মুক্তিয়ারা বেগম এ ঘটনার পরিপ্রেক্ষিতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করে বিভিন্ন অনলাইন মিডিয়ায় বিভ্রান্তকর সংবাদ পরিবেশন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সহকারী শিক্ষক মোছাঃ মুক্তিয়ারা বেগমের পদত্যাগ দাবিতে বিভোক্ষ করে প্রদর্শন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

কাহারোলে বিএনপির নেতা ও শিল্পপতি মুনজুরুল ইসলাম মঞ্জু’র শীতবস্ত্র বিতরণ

নদীর পাড়ে ‘ক্যাম্বেল’ জাতের হাঁসের খামার বদলেছে ফারুকের জীবন

বিগত ৩টি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়মী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল -পঞ্চগড়ে জাগপার মূখপাত্র রাশেদ প্রধান

ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি, কাউন্সিলরকে গণধোলাই

মাথায় লাঞ্ছনা নিয়ে বয়ে বেড়াচ্ছে স্বাধীনতার ৫১ বছর যুদ্ধ শিশু স্বীকৃতি পেতে চাই মজিবর রহমান

বালিয়াডাঙ্গী থানা হবে মাদক, দালাল ও হয়রানি মুক্ত সেবার দরজা খোলা

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ