Monday , 18 November 2024 | [bangla_date]

ট্রাস্টি বাবু রনজিৎ কুমার রায়ের নামে ষড়যন্ত্র ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের নব-নির্বাচিত ট্রাস্টি বাবু রনজিৎ কুমার রায়ের নামে ষড়যন্ত্র ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসুচী পালন ও মহামান্য রাষ্ট্রপতি এবং ধর্ম উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন বক্তারা ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে সর্বস্তরের সনাতনী হিন্দু ও ছাত্র-ছাত্র-জনতা দিনাজপুর জেলার আয়োজনে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণ-অভ‚্যর্থানের পর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর জন্য বাবু রনজিৎ কুমার রায়কে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি নিয়োগ দেয়ায় সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের প্রানের দাবী প্রতিফলিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের পর হিন্দু সম্প্রদায়ের মাঝে ভয়ভীতি ও আতঙ্ক ছিল। রনজিৎ কুমার রায় ট্রাস্টি নিয়োগ হওয়ার পর সনাতনি সম্প্রদায়ের মানুষের আতঙ্ক ও ভয়ভীতি ধীরে ধীরে কমে এসেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শান্তিতে বসবাস করছে। বাবু রনজিৎ কুমার রায় একজন সৎ ও নিষ্ঠাবান পরউপকারী, অসহায় মানুষের প্রান প্রিয় বন্ধু এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একজন নেতা।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়ে সর্বজনীন শ্রদ্ধেয় ও প্রিয় মানুষকে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি নিয়োগ দিয়েছেন কিন্তু কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য সনাতন ধর্মালম্বি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র এবং স্বার্থান্বেসী মহল অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত ট্রাস্টি নিয়োগকে প্রশ্নবিদ্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যা আইন ও সংবিধান পরিপন্থি। এই অশুভ শক্তির বিরুদ্ধে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ও সর্বধর্মীয় ছাত্র-জনতা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায় ঐক্যবদ্ধ রয়েছে। সমাবেশে ষড়যন্ত্রকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার জোড় দাবী জানানো হয়।
বক্তব্য রাখেন অরুন মহন্ত, শ্রী উজ্জল গুপ্ত, নির্মল চন্দ্র রায়, উত্তম রায়, রায়হান ইসলাম, সৌরভ মহন্ত, শ্রী রনজিৎ রবি দাস, পিয়াল রায়, শ্রী দুর্জয়, সুইট রায়, অনু সাহা, বাবু মোহন্ত, শ্রী জয় নাগ, শ্রী অনিক রায় প্রমুখ।
মানববন্ধন শেষে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও ধর্ম উপদেষ্টার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ড্রিমার্স বাংলাদেশের ঈদ বাজার সামগ্রী বিতরণ

পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠানে সদর ইউএনও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােতে আনছে

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ব্যাপক মুকুল আসায় খুশি বাগান মালিকরা

বিরলে ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

হরিপুরে লোনা নদী থেকে লাশ উদ্ধার

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল  শিশু, সাপের কামড়ে মৃত্যু

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল শিশু, সাপের কামড়ে মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও সভা

বীরগঞ্জে ৩ শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে হারেস, সম্পাদক মুসা

আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন: