Wednesday , 27 November 2024 | [bangla_date]

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযানের উদ্বোধন ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতণ

“স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখি সবল পরিবার গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে ২৫ নভেম্বর সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিস এর আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ২৫ থেকে ১০ ডিসেম্বর ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান এর শুভ উদ্বোধন ও নারী পক্ষ উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচাক মোর্শেদ আলী খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ উম্মে কুলসুম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ স্বাস্থ্য পরিদর্শক বিশ্বনাথ বসাক, দুর্বার নেটওয়ার্ক নারী পক্ষর সদস্য ও বহ্নিশিখা মহিলা উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক খ্রীষ্টিনা লাভলী দাশ, ব্রাকের আরএমজিজেডি’র রিজিওনাল ম্যানেজার মোঃ জাহিদুর রহমান, দীপ্তি ফাউন্ডেশন হাউজ অফ হোপ এর প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়, উদ্যোগ সংস্থার সহকারী প্রোগ্রাম অফিসার মোছাঃ বিলকিস বেগম, পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহাজাদী শিরিন, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার মোছাঃ সাবিহা বিনতে আনোয়ার। বক্তারা বলেন, নারী ও শিশুর উপর সকল প্রকার হয়রানী. নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারীর সার্বিক সুরস্থা নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ ও পুলিশি নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তার দিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে নারী ও শিশুর উপর সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি। সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেস্টর গমেজ বলেন, ন্যায় বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠা করতে পারলে নারী ও শিশুর উপর সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে। এব্যাপারে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। আর এই কাজটি আমরা আমাদের পরিবার থেকে শুরু করতে চাই। শেষে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ১০ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার সারামিতা হালদার ও ইষ্টেলা সরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন না , ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি– দবিরুল ইসলাম

রানীশংকৈলে ১৪৩১বাংলা নববর্ষের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সুরক্ষা সামগ্রী বিতরণ

দিনাজপুর টাপেন্টাডল ও-মরফোন ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

পীরগঞ্জে ‘ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনা সভা

ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজ আদায়ে থাকছে বিশেষ দুটি ট্রেন

গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও মিলাদ

ইউক্রেন যুদ্ধ : পুতিন বনাম বাইডেন কে এগিয়ে ?

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন