Wednesday , 6 November 2024 | [bangla_date]

দিনাজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে মাওলানা আব্দুল হালিম দেশের স্বার্থ অক্ষুন্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের পথে দেশে নতুন নতুন ষড়যন্ত্র চলছে। এখন বিভক্তির সময় নয়, এখন দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের স্বার্থ অক্ষুন্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর। দলীয় স্বার্থের বিপরীতে সকলকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। তিনি আরো বলেন, আধুনিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জামায়াত সাহাবায়ে কেরামদের মতোই দেশ পরিচালনা করতে চায়। জামায়াতের নির্বাচন অন্যান্য দলের মতো হয় না। কোনো প্রকার প্রচার-প্রচারণা, মারামারি-কাটাকাটি, মিছিল- শ্লোগান কিছুই থাকে না জামায়াতের নির্বাচনে। তাই জামায়াত থেকে অনেক কিছুই শেখার আছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রদান করা হচ্ছে। তিনি বলেন, জামায়াত বাংলাদেশের জনগণকে নিয়ে একটি দূর্ভেদ্য প্রাচীর গড়তে চায়। তাই সকল রুকন ও নেতা-কর্মীদের সংগঠন পরিচালনার পাশাপাশি বৈষম্যমুক্ত দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সোমবার বিকালে দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম ২০২৫-২০২৬ সাংগঠনিক সেশনের জন্য নব-নির্বাচিত দিনাজপুর জেলা আমীর প্রিন্সিপাল আনিছুর রহমানকে শপথ বাক্য পাঠ করান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দীন। শপথ গ্রহণের পর নব-নির্বাচিত জেলা আমীর প্রিন্সিপাল আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দীন মোল্লা, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, নীলফামারী জেলা জামায়াতের সদ্য বিদায়ী জেলা আমীর আব্দুর রশীদ, দিনাজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক বিরল উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর জেলা (দক্ষিণ) শাখার সাবেক নায়েবে আমীর মুহাদ্দিস ড. এনামুল হক প্রমুখ। পরে জেলার মজলিশে শুরা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোট পরিচালনা করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মত সৈয়দ জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত

বীরগঞ্জে ঢাকাগামী বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত নুরুল ইসলাম সভাপতি এবং শামীম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত

বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত নুরুল ইসলাম সভাপতি এবং শামীম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত

আইনশৃংখলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা চাই —– রাণীশংকৈলে নবাগত ওসি

রাণীশংকৈলে শিক্ষকের মরদেহ উদ্ধার

দিনাজপুরে মূলার কেজি পাঁচ টাকা !

পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

পীরগঞ্জে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা

দক্ষিণ পলাশবাড়ী (বালাডাঙ্গী) ঈদগাঁ কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত