Wednesday , 20 November 2024 | [bangla_date]

পঞ্চগড়ে বহু বাঁধ সেচ প্রকল্প এলাকায় ধান কাটা উপলক্ষে নবান্ন উৎসব

পঞ্চগড় প্রতিনিধি \‘এই হেমন্তে কাটা হবে ধান, আবার শুন্য গোলায় ডাকবে ফসলের বান’ শ্লোগানে পঞ্চগড় জেলার আটোয়ারী উপাজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া খালের ওপর নির্মিত বহু বাঁধ সেচ প্রকল্পের আমন ধান কর্তন উপলক্ষে নবান্ন উৎসব হয়েছে। গতকাল সোমবার সকালে আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবসের আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান ও আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ। পরে প্রকল্প এলাকার সুবিধাভোগি কৃষকদের স্বর্ণা জাতের আমন ধান কর্তন করা হয়। প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে ৬.২০ মেট্রিক টন। অনুষ্ঠানে পানি ব্যবস্থাপনা দলের ১৫ জন সদস্যের মাঝে আসন্ন রবি মৌসূমের জন উন্নত জাতের ব্রি ধান-১০০ এবং ব্রি ধান-১০২ ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নি¤œাঞ্চল থেকে উৎপত্তি হয়ে বড় সিঙ্গিয়া খাল আলোয়াখোয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে। ওই ইউনিয়নে বহু বাঁধ এফসিডিআই প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কিলোমিটার বাঁধ নির্মান করা হয়। এই বাঁধের ফলে ওই ইউনিয়নের বড়সিঙ্গিয়া, বর্ষালুপাড়া, আলোয়াখোয়া ও বালিয়া গ্রামের কৃষকদের এক হাজার ৪শ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আনা হয়। এই প্রকল্পের আওতায় পানি ব্যবহার করে চার গ্রামের প্রায় দুই হাজার কৃষক বর্ষাকালে আমন মৌসূমে সম্পুরক সেচ ও রবি মৌসূমে ধানসহ অন্যান্য ফসল আবাদ করতে পারছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ-দিনাজপুর-পার্বতিপুর আঞ্চলিক সড়ক যেন নয় মৃত্যু ফাঁদ!

পঞ্চগড় বাংলাবান্ধা আমদানী-রপ্তানীকারক গ্রæপের সংবাদ সম্মেলন বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোষ্টে দ্রæত ভারতীয় ভিসা চালুর দাবি

বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবাবগঞ্জে দাফনের ৬ মাস পর কবর থেকে কিশোরের লাশ উত্তোলন

চারদিন ধরে সর্বনি তাপমাত্রা রেকর্ড, মৃদু শৈত্যপ্রবাপে কাঁপছে তেঁতুলিয়ায়

নানা সমস্যায় জর্জরিত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স * এক যুগেরও অধিক সময় ধরে এক্স-রে মেশিন অচল * ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিন, ডেন্টাল চেয়ার, এ্যাম্বুলেন্স অচল * ৫ বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন * জরুরী বিভাগে টাকা ছাড়া কাটা-ছেড়া রোগীর সেবা পাওয়া যায় না।

রুহিয়ায় চোর সন্দেহভাজন ১ জন আটক

দিনাজপুরে বিএনপির ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র্র কাঠামো মেরামতের রূপরেখা’ ব্যাখ্যা ও বিশ্লেষন শীর্ষক আলোচনা সভা

ফুলবাড়ীতে এ্যাম্বুলেন্সের চালক নিহত, আহত ৭

পুঁজার আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালেন আনন্দ গুপ্ত