Sunday , 3 November 2024 | [bangla_date]

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দু’ধারের শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সড়ক ও জনপথ বিভাগ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পঞ্চগড় সড়ক বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জগদল বাজার থেকে শুরু করে পঞ্চগড় জেলা শহর পর্যন্ত পর্যন্ত প্রায় দশ কিলোমিটার মহাসড়কের দু’ধারের শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তারা। পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের দু’ধারে বিভিন্ন হাট বাজার এলাকাসহ যত্রতত্র মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলো প্রভাবশালীরা। এতে করে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় প্রানহানীর ঘটনা ঘটছে। এ সকল অবৈধ স্থাপনা সরাতে এর আগে বার বার নোটিশ করা হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি।
সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এ সকল স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এরই মধ্যে কেউ কেউ তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। আর যারা নির্দেশনা মানেন নি, তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ উচ্ছেদ অভিযান শুরু করা হল। পর্যায়ক্রমে এই মহাসড়কের দু’পাশে বাকি অবৈধ স্থাপনা সরাতে অভিযান পরিচালনা করা হবে।
পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে জগদল বাজার, ব্যারিস্টার বাজারসহ শহরে এই অভিযান পরিচালনা করা হয়। এতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৮ দফা দাবি দাবিতে জেলা প্রশাসক বরাবর দিনাজপুরে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের স্মারকলিপি

আটোয়ারীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

যুক্তরাষ্ট্র-নিউইয়র্ক দিনাজপুর জেলা সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে জাতীয় পার্টির দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে

পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল বাবুর ইন্তেকাল

বোচাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীরা পেল বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ

পীরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন

পীরগঞ্জে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন