Monday , 4 November 2024 | [bangla_date]

ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ! আটোয়ারীতে একজন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল !

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। আটোয়ারী উপজেলার আয়তন ২১০.০২ বর্গ কিলোমিটার। উপজেলার প্রায় দেড় লক্ষ জনসংখ্যার চিকিৎসা সেবার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা সেবায় ব্যাপক সুনাম অর্জন করলেও এখন তা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. হুমায়ুন কবীর। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, ৫০ শয্যার এ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সহ ২৮জন চিকিৎসকের পদ থাকলেও কাগজপত্রে কর্মরত রয়েছেন ৪জন।
কর্মরত ৪জন চিকিৎসকের মধ্যে মেডিকেল অফিসার(ইউনানি) ডা.জাকিয়া সুলতানা রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষনে আছেন এবং মেডিকেল অফিসার ডা.অনন্যা পাল বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। একমাত্র গাইনী বিশেষজ্ঞ ডা. নাহিদা সিদ্দিকা নিয়মিত অফিস করেন। বাহির থেকে অ্যানেসথেসিয়া ডাক্তার এনে প্রতি সপ্তহের বুধবার সিজারিয়ান কার্যক্রম চলমান রাখা হয়েছে। তিনি অফিস সময়ে রোগী দেখেন। হাসপাতালে আর কোন চিকিৎসক না থাকার কারণে নিজেই উপজেলা স্বাস্থ্য প্রশাসক, আবাসিক মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসারের সহ জরুরী বিভাগের দায়িত্ব পালন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসনিক কাজের জন্য সবসময় ব্যস্ত থাকতে হয়। এরপর ৫০ শয্যা হাসপাতালের বহিঃবিভাগ, আন্তঃবিভাগ ও জরুরী বিভাগ চালানো মোটেও সম্ভব নয় ।
ডা. হুমায়ুন কবীর বলেন, ৫০ শয্যা হাসপাতালে কোন কোন দিন ৮০ থেকে ৯০ জন রোগী থাকেন। এদের সামলাতে অনেক সময় হিমশিম খেতে হয়। এ হাসপাতালে চিকিৎসক ছাড়াও ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারীর অনেক পদ শুন্য রয়েছে। হাসপাতালের সীমিত সংখ্যক জনবল নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, চিকিৎসক সহ অন্যান্য শুন্য পদ পুরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার পত্র দেওয়া হয়েছে। এব্যাপারে পঞ্চগড়ের সিভিল সার্জন, ডা. মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন বলেন,আটোয়ারী হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়টি আমার মাথায় আছে। আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। খুব শীঘ্রই এর কিছুটা সমাধান হবে-ইনশাআল্লাহ। উপজেলার আধুনিক সুযোগ- সুবিধা সম্বলিত মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় হতবাক সাধারণ মানুষ।
ডা. হুমায়ুন কবীরের দাবী হাসপাতালে চিকিৎসকসহ জনবল সংকট মারাত্মক আকার ধারণ করায় ইচ্ছা থাকা সত্বেও পরিপূর্ণ সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। দ্রæত জনবল সংকটসহ আনুষঙ্গিক সমস্যার সমাধান হলে এখানেই আধুনিকমানের চিকিৎসা দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

বীরগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে বীরগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস পালিত

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল -এর ৫৭তম জন্মদিন

দিনাজপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষনায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা

শোকাবহ আগস্টে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে বই মেলার উদ্বোধন