Wednesday , 27 November 2024 | [bangla_date]

মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস-এর বার্ষিক সাধারণ সভা

মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর সভাপতি ত্বাসীন আক্তার হক বলেছেন, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস প্রায় দেড় যুগ ধরে এ অঞ্চলে প্রথম পর্যায়ে একমাত্র এবং বর্তমানে সরকারী উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দিবা-রাত্রি ২৪ ঘন্টায় ডায়ালাইসিস চিকিৎসা সুবিধা দিয়ে আসছে। আমাদের সামনে সময় এসেছে প্রতিষ্ঠানটিকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার। প্রতিষ্ঠানটির জন্য ক্রয় প্রক্রিয়াধীন জমির বিষয়টি নিষ্পত্তি করে মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস নিজস্ব ভবন গড়ে তোলার দিকেও আমাদেরকে অগ্রসর হতে হবে।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর বার্ষিক সাধারণ সভায় ভার্চ্যুয়াল সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল) এ কথা বলেন।
বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর সহ-সভাপতি সানজিদ আক্তার হক, অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক, নির্বাহী সদস্য খালেকুজ্জামান বাবু, ডাঃ মো. হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এর সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন আহমেদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর আলম হক, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ ফজলে রাব্বী মজুমদার, সদস্য হাফিজুর রহমান সরকার, গোলাম রসুল রকেট, ডাঃ মোছাঃ আয়েশা সিদ্দীকা, ওবায়দুর রহমান গোল্ডেন, এ্যাড. শামীম বিন গোলাম পার্ল, নাজমা মশির, শামীম আরা বেগম প্রমুখ। সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন।
এরপর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে খাদ্য সামগ্রী সহয়তা প্রদান

দিনাজপুরে ফসলের মাঠে উন্নত জাতের ভূট্টার গবেষনার প্রদর্শনী মাঠ

বোচাগঞ্জে সেলাই মেশিন বিতরন

বীরগঞ্জে মানবিক সহায়তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ৭০৪৩৬ জন পাবেন ভিজিএফ

জেলা আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দিনাজপুর-বীরগঞ্জ সড়ক শিমুলে রাঙা

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

মহিলা পরিষদের আন্তর্জাতিক সিডও দিবসে বক্তারা সিডও সনদে নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করার কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হচ্ছে না

পীরগঞ্জে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ॥ ভাংচুড় ও লুটপাট

পঞ্চগড়ে ১৯ দফা নির্দেশিকা মেনে খুলল শিক্ষা প্রতিষ্ঠান চলছে পর্যায়ক্রমে পাঠদান