Monday , 4 November 2024 | [bangla_date]

হাকিমপুরে ‘ডবল গরু ফুটবল টুর্নামেন্ট’

হাকিমপুর প্রতিনিধি \ ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগান সামনে রেখে আনন্দ মুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুরে শুরু হয়েছে ডবল গরু ফুটবল টুর্নামেন্ট-২৪। মাঠ কানাই কানাই পূর্ণ ছিল ফুটবল প্রেমি পুরুষ ও নারী দর্শকদের অংশগ্রহনে।
খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেছে। ফাইনালে বিজয়ী দলকে একটি গরু ও রানার্সআপ দলকেও একটি গরু দেওয়া হবে।
শনিবার বিকালে হাকিমপুরের মনশাপুর-ইশবপুর যুব সমাজের উদ্যোগে মনশাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডবল গরু ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় দিনাজপুর স্পোর্টিং ক্লাব ও নবাবগঞ্জের রঘুনাথপুর একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে দিনাজপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রঘুনাথপুর একাদশকে পরাজিত করে জয় লাভ করে।
আগামী মঙ্গলবার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা বিরামপুর বনাম ঘোড়াঘাট অনুষ্ঠিত হবে বলে জানান তারা।
হাকিমপুরের আলিহাট ইউনিয়নের মনশাপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ডবল গরু ফুটবল টুর্নামেন্ট-এ খেলোয়াড়দের উপস্থিত শত শত ফুটবল প্রেমিরা সমর্থন জানায়। খেলার পূর্বেই মাঠ কানাই কানাই পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমি পুরুষ ও নারী দর্শকে। পরে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে এই ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম।
এসময় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, সেক্রেটারি ও আয়োজক কমিটির সভাপতি মোঃ আবদুর রাজ্জাক, ইউপি সদস্য ও আয়োজক কমিটির সেক্রেটারি মোঃ ইমরান আলী, ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, আয়োজক কমিটির সদস্য আল-আমীন, সাজ্জাদ হোসেন, সাজু মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির আবদুর রাজ্জাক ও ইমরান আলী বলেন, মাদকের ভয়াবহতা থেকে গ্রামের যুব সমাজকে দূরে সড়িয়ে রাখতে দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপণ কর্মসূচী

চাঁদের মাটিতে কি জন্মাতে পারে শাক-সবজি, গবেষণা চালাচ্ছে চীন

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে আবারো ২০ বোতল ফেনসিডিলসহ আটক ১।

দিনাজপুর পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাবু

বীরগঞ্জে দাঁপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রাক্টর, ধবংস হচ্ছে রাস্তাঘাট

হাবিপ্রবির সাথে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লি.এর সমঝোতা স্মারক স্বাক্ষর

দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

পীরগঞ্জে থানা পুলিশের সাথে নাগরিক সমাজের সংলাপ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে টোল আদায় বন্ধ হচ্ছে