Wednesday , 27 November 2024 | [bangla_date]

হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় ত্বাসীন আক্তার হক শীঘ্রই দিনাজপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সভাপতি ত্বাসীন আক্তার হক বলেছেন, জিয়া হার্ট ফাউন্ডেশন চরম বৈষম্যের স্বীকার হয়ে প্রায় দেড় যুগ চরম হতাশাগ্রস্থ ও দিশেহারা হয়ে পড়েছিল। মহান সৃষ্টিকর্তার লীলা খেলায় ঘটে গেল এক অভূতপূর্ব পরিবর্তন। আমরা আমাদের মহান নেত্রীর অনুপ্রেরণায় এ অঞ্চলের অসহায় ক্যান্সার রোগীদের সু-চিকিৎসায় যে অগ্রযাত্রার সূচনা করেছি নিশ্চয়ই এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম খুরশিদ জাহান হক দেশের সর্ব উত্তরে হৃদরোগ চিকিৎসায় যে প্রতিষ্ঠান গড়ে তোলার সূচনা করে গেছেন আমাদের সকলের একান্ত আন্তরিক প্রচেষ্টায় নিশ্চয়ই সেটি দেশের মধ্যে অন্যতম একটি হৃদরোগ হাসপাতাল হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে। আমরা অত্র ফাউন্ডেশনে স্পেশালাইজড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় সকল রোগের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি।
সোমবার (২৫ নভেম্বর-২০২৪) জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগি প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর বার্ষিক সাধারণ সভায় ভার্চ্যুয়ালীভাবে সভাপতির বক্তব্যে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল) এ কথা বলেন। তিনি বলেন, আমরা চাই বিদেশমূখী যে চিকিৎসা নেয়ার প্রবণতা রয়েছে তা বন্ধ করতে কিডনী এবং ক্যান্সার চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার বিকল্প নেই। এই ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠাতা ক্যান্সার ইন্সটিটিউটের জন্য তার জীবদ্দশায় ৪০ শতক জমির সংস্থান করে গেছেন। আমরা ইতিমধ্যে ঐ স্থানে ৬ তলা ভীত বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছি। শীঘ্রই ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ শুরু হবে। ইনশাআল্লাহ্।
সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সহ-সভাপতি ড. হাসনাইন আক্তার হক, একেএম আজাদ, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, রেজিনা ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক, নির্বাহী সদস্য খালেকুজ্জামান বাবু, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহবার কবীর পিয়াল, কোষাধ্যক্ষ আবু সাঈদ মুহাম্মদ জুলফিকার রহমান, সদস্য কাবী মো. আব্দুল হালিম, মো. আক্তারুজ্জামান আকতার, মো. জিয়াউর রহমান মন্ডল, মো. শহিদুর ইসলাম শাহিন খান, বরকত উল্লাহ মজিদ বাদশা, আহসানুজ্জামান উজ্জ্বল প্রমুখ। সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন। এর আগে মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

টানা ৮ দিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

বীরগঞ্জের পাথরঘাটা নদীতে থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

কাহারোলে সফল নারী ববিতার প্রতি মাসে আয় ৩০ হাজার টাকা

আনন্দমুখর পরিবেশে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারন সভা

ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র চাষি প্রশিক্ষণ

ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক ও আব্দুল কাইয়ুম সহ-সভাপতি নির্বাচিত

সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজে বার্ষিক আন্তঃশ্রেণী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

ভাতাভোগীদের তালিকা থেকে নাম কর্তনের বক্তব্য দেয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী রেলমন্ত্রীকে শোকজ

বোদায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন

দিনাজপুরে গণতন্ত্র মঞ্চের রোড মার্চ সমাবেশ