Wednesday , 27 November 2024 | [bangla_date]

হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় ত্বাসীন আক্তার হক শীঘ্রই দিনাজপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সভাপতি ত্বাসীন আক্তার হক বলেছেন, জিয়া হার্ট ফাউন্ডেশন চরম বৈষম্যের স্বীকার হয়ে প্রায় দেড় যুগ চরম হতাশাগ্রস্থ ও দিশেহারা হয়ে পড়েছিল। মহান সৃষ্টিকর্তার লীলা খেলায় ঘটে গেল এক অভূতপূর্ব পরিবর্তন। আমরা আমাদের মহান নেত্রীর অনুপ্রেরণায় এ অঞ্চলের অসহায় ক্যান্সার রোগীদের সু-চিকিৎসায় যে অগ্রযাত্রার সূচনা করেছি নিশ্চয়ই এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম খুরশিদ জাহান হক দেশের সর্ব উত্তরে হৃদরোগ চিকিৎসায় যে প্রতিষ্ঠান গড়ে তোলার সূচনা করে গেছেন আমাদের সকলের একান্ত আন্তরিক প্রচেষ্টায় নিশ্চয়ই সেটি দেশের মধ্যে অন্যতম একটি হৃদরোগ হাসপাতাল হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে। আমরা অত্র ফাউন্ডেশনে স্পেশালাইজড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় সকল রোগের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি।
সোমবার (২৫ নভেম্বর-২০২৪) জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগি প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর বার্ষিক সাধারণ সভায় ভার্চ্যুয়ালীভাবে সভাপতির বক্তব্যে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল) এ কথা বলেন। তিনি বলেন, আমরা চাই বিদেশমূখী যে চিকিৎসা নেয়ার প্রবণতা রয়েছে তা বন্ধ করতে কিডনী এবং ক্যান্সার চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার বিকল্প নেই। এই ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠাতা ক্যান্সার ইন্সটিটিউটের জন্য তার জীবদ্দশায় ৪০ শতক জমির সংস্থান করে গেছেন। আমরা ইতিমধ্যে ঐ স্থানে ৬ তলা ভীত বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছি। শীঘ্রই ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ শুরু হবে। ইনশাআল্লাহ্।
সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সহ-সভাপতি ড. হাসনাইন আক্তার হক, একেএম আজাদ, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, রেজিনা ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক, নির্বাহী সদস্য খালেকুজ্জামান বাবু, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহবার কবীর পিয়াল, কোষাধ্যক্ষ আবু সাঈদ মুহাম্মদ জুলফিকার রহমান, সদস্য কাবী মো. আব্দুল হালিম, মো. আক্তারুজ্জামান আকতার, মো. জিয়াউর রহমান মন্ডল, মো. শহিদুর ইসলাম শাহিন খান, বরকত উল্লাহ মজিদ বাদশা, আহসানুজ্জামান উজ্জ্বল প্রমুখ। সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন। এর আগে মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কাব কার্নিভাল অনুষ্ঠিত

দিনাজপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষনায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা

চিরিরবন্দরে কালভার্ট ভেঙে যাওয়ায় যাতায়াতে দূর্ভোগ

দরিদ্র সনাতন ধর্মাম্বলী প্রায় ৫হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম

বোচাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

দিনাজপুর হাসপাতালে ভর্তি গুরুতর আহত বাবা ঈদ উদযাপনে বাইকে বাড়ী ফেরা হলো না মা ও মেয়ে-ছেলে

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা