Wednesday , 27 November 2024 | [bangla_date]

হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় ত্বাসীন আক্তার হক শীঘ্রই দিনাজপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সভাপতি ত্বাসীন আক্তার হক বলেছেন, জিয়া হার্ট ফাউন্ডেশন চরম বৈষম্যের স্বীকার হয়ে প্রায় দেড় যুগ চরম হতাশাগ্রস্থ ও দিশেহারা হয়ে পড়েছিল। মহান সৃষ্টিকর্তার লীলা খেলায় ঘটে গেল এক অভূতপূর্ব পরিবর্তন। আমরা আমাদের মহান নেত্রীর অনুপ্রেরণায় এ অঞ্চলের অসহায় ক্যান্সার রোগীদের সু-চিকিৎসায় যে অগ্রযাত্রার সূচনা করেছি নিশ্চয়ই এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম খুরশিদ জাহান হক দেশের সর্ব উত্তরে হৃদরোগ চিকিৎসায় যে প্রতিষ্ঠান গড়ে তোলার সূচনা করে গেছেন আমাদের সকলের একান্ত আন্তরিক প্রচেষ্টায় নিশ্চয়ই সেটি দেশের মধ্যে অন্যতম একটি হৃদরোগ হাসপাতাল হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে। আমরা অত্র ফাউন্ডেশনে স্পেশালাইজড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় সকল রোগের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি।
সোমবার (২৫ নভেম্বর-২০২৪) জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগি প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর বার্ষিক সাধারণ সভায় ভার্চ্যুয়ালীভাবে সভাপতির বক্তব্যে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল) এ কথা বলেন। তিনি বলেন, আমরা চাই বিদেশমূখী যে চিকিৎসা নেয়ার প্রবণতা রয়েছে তা বন্ধ করতে কিডনী এবং ক্যান্সার চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার বিকল্প নেই। এই ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠাতা ক্যান্সার ইন্সটিটিউটের জন্য তার জীবদ্দশায় ৪০ শতক জমির সংস্থান করে গেছেন। আমরা ইতিমধ্যে ঐ স্থানে ৬ তলা ভীত বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছি। শীঘ্রই ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ শুরু হবে। ইনশাআল্লাহ্।
সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর সহ-সভাপতি ড. হাসনাইন আক্তার হক, একেএম আজাদ, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, রেজিনা ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক, নির্বাহী সদস্য খালেকুজ্জামান বাবু, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহবার কবীর পিয়াল, কোষাধ্যক্ষ আবু সাঈদ মুহাম্মদ জুলফিকার রহমান, সদস্য কাবী মো. আব্দুল হালিম, মো. আক্তারুজ্জামান আকতার, মো. জিয়াউর রহমান মন্ডল, মো. শহিদুর ইসলাম শাহিন খান, বরকত উল্লাহ মজিদ বাদশা, আহসানুজ্জামান উজ্জ্বল প্রমুখ। সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন। এর আগে মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগ নেতা আটক

নির্মাণ মিন্ত্রী শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটি বাতিল ও দ্রæত নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

রাণীশংকৈলে হাঁস খেলা দেখতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

আটোয়ারীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত- ৪

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এ আর ফাউন্ডেশনের অনুদান প্রদান

বালিয়াডাঙ্গী’র ৮টি ইউপি’তে নির্বাচন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ৪০১ প্রার্থীর মনোনয়নপত্র জমা পরেছে-

বালিয়াডাঙ্গীতে আম বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা