Friday , 15 November 2024 | [bangla_date]

৮ দফা দাবি দাবিতে জেলা প্রশাসক বরাবর দিনাজপুরে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের স্মারকলিপি

৮ দফা দাবিতে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক বরাবর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলীর নেতৃত্বে শ্রমিকদলের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
৮দফা দাবি হলো-নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান, ৮ঘন্টা শ্রম পদ্ধতি নির্ধারণ ও ওভারটাইম প্রদান,
পরিচয়পত্রবিহীন শ্রমিক নিয়োগ না করা ও শ্রমিক ছাটাই বন্ধ করা, বেতনের অনুরূপ বোনাস প্রদান, মেডিকেল ফি ও চিকিৎসা ভাতা প্রদান, মহিলা শ্রমিকদের সম-মুজুরী প্রদান ও মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, বাজার অনুপাতে শ্রমিকদের বেতন নির্ধারণ এবং সাপ্তাহিক ছুটি ও মাসিক ছুটি বেতনসহ তেল, সাবান ও টাকা প্রদান ও কর্মরত অবস্থায় শ্রমিকদের নিরাপত্তা প্রদান করা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিনাজপুর জেলায় কর্মরত হোটেল কর্মচারীদের জীবনমান উন্নয়ন, শ্রমিক আইনের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠাসহ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল নি¤েœর উল্লেখিত ৮ দফা দাবি আদায়ে বিগত ২৮-০৯-২০০৬ তারিখে তৎকালীন জেলা প্রশাসক তাহসিনুর রহমানের সভাপতিত্বে ত্রি-পাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে দাবিসমূহ পরিক্ষা-নিরীক্ষা করে একটি
প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়। যে কমিটিতে আহবায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আর সদস্য হিসেবে ছিলেন পুলিশ সুপারের একজন প্রতিনিধি, একজন মালিক প্রতিনিধি, দুইজন শ্রমিক প্রতিনিধি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিনিধি একজন ও একজন লেবার ইন্সপেক্টর।
বিগত দিনগুলোতে বিদায়ী ফ্যাসিষ্ট সরকারের দোসর মালিক পক্ষের নেতৃত্বে ১৮ বছর ধরে আমাদের নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয়নি এবং জেলা প্রশাসকদের পক্ষ হইতে ফাইল খুলে দেখার সময় হয়েছে কিনা বোধগম্য নয়। ৮ দফা দাবি পূরণ না হওয়ার দরুন হোটেল শ্রমিক আইনের চরম লঙ্ঘন এবং হোটেল শ্রমিকদের পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে দূর্বিসহ জীবন-যাপন করছে।
স্মারকলিপিতে পরিক্ষা-নিরীক্ষাপূর্বক প্রতিবেদন দাখিলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
স্মারকলিপি প্রদানের সময় জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলালসহ জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে একযুগ পর নতুন রূপে বিডি২৪লাইভ

পরীমণির মুক্তি চেয়ে প্রেসক্লাবে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে জমির বিরোধে গভীর রাতে ১ নৃগোষ্ঠী খুন, আটক-৩

পীরগঞ্জে ৩ টি গাঁজার গাছসহ গ্রেফতার এক জন

রানির এলিজাবেথের মৃত্যুতে ১০ দিনের অনুষ্ঠান সূচি

পীরগঞ্জের জাবরহাটে শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু। আগুনে পোড়া মরদেহ উদ্ধার

হরিপুরের চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন দেশসেরা

দিনাজপুরে অবিচল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা এম আব্দুর রহিমের জন্মবার্ষিকী পালিত

চুরি যাওয়া গরু খুঁজে পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা