Friday , 15 November 2024 | [bangla_date]

৮ দফা দাবি দাবিতে জেলা প্রশাসক বরাবর দিনাজপুরে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের স্মারকলিপি

৮ দফা দাবিতে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক বরাবর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলীর নেতৃত্বে শ্রমিকদলের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
৮দফা দাবি হলো-নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান, ৮ঘন্টা শ্রম পদ্ধতি নির্ধারণ ও ওভারটাইম প্রদান,
পরিচয়পত্রবিহীন শ্রমিক নিয়োগ না করা ও শ্রমিক ছাটাই বন্ধ করা, বেতনের অনুরূপ বোনাস প্রদান, মেডিকেল ফি ও চিকিৎসা ভাতা প্রদান, মহিলা শ্রমিকদের সম-মুজুরী প্রদান ও মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, বাজার অনুপাতে শ্রমিকদের বেতন নির্ধারণ এবং সাপ্তাহিক ছুটি ও মাসিক ছুটি বেতনসহ তেল, সাবান ও টাকা প্রদান ও কর্মরত অবস্থায় শ্রমিকদের নিরাপত্তা প্রদান করা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিনাজপুর জেলায় কর্মরত হোটেল কর্মচারীদের জীবনমান উন্নয়ন, শ্রমিক আইনের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠাসহ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল নি¤েœর উল্লেখিত ৮ দফা দাবি আদায়ে বিগত ২৮-০৯-২০০৬ তারিখে তৎকালীন জেলা প্রশাসক তাহসিনুর রহমানের সভাপতিত্বে ত্রি-পাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে দাবিসমূহ পরিক্ষা-নিরীক্ষা করে একটি
প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়। যে কমিটিতে আহবায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আর সদস্য হিসেবে ছিলেন পুলিশ সুপারের একজন প্রতিনিধি, একজন মালিক প্রতিনিধি, দুইজন শ্রমিক প্রতিনিধি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিনিধি একজন ও একজন লেবার ইন্সপেক্টর।
বিগত দিনগুলোতে বিদায়ী ফ্যাসিষ্ট সরকারের দোসর মালিক পক্ষের নেতৃত্বে ১৮ বছর ধরে আমাদের নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয়নি এবং জেলা প্রশাসকদের পক্ষ হইতে ফাইল খুলে দেখার সময় হয়েছে কিনা বোধগম্য নয়। ৮ দফা দাবি পূরণ না হওয়ার দরুন হোটেল শ্রমিক আইনের চরম লঙ্ঘন এবং হোটেল শ্রমিকদের পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে দূর্বিসহ জীবন-যাপন করছে।
স্মারকলিপিতে পরিক্ষা-নিরীক্ষাপূর্বক প্রতিবেদন দাখিলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
স্মারকলিপি প্রদানের সময় জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলালসহ জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে ৫০’তম জাতীয় সমবায় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ২০ ইউপি সদস্যদের শপথ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

বীরগঞ্জ বিজয় চত্বরের সামনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

হাবিপ্রবিতে পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

বীরগঞ্জে পিপিআর রোগের টিকাদান কর্মসূচি

দিনাজপুরে “এসো হাসি হাঁটি সুস্থ থাকি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন