Friday , 27 December 2024 | [bangla_date]

এই দেশটা আপনার, আমার ও আমাদের: ডা.জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\আমরা ঘোড়াঘাট বাসী, আর বাংলাদেশের ভূখন্ডে আছি তাই আমরা বাংলাদেশী, কাজেই মনে রাখতে হবে আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান, চাকমা, মারমা, গারো, হাজং বা সাঁওতাল এইটা আমাদের ধর্মীয় পরিচয়, আর আমাদের জাতীয় পরিচয় হচ্ছে শহীদ জিয়ার যে দর্শন আমরা বাংলাদেশী, অর্থাৎ এই দেশটা আপনার, আমার ও আমাদের। কাজেই এই দেশের মালিকানা আমাদের সবার। এই দেশের ভালো মন্দ সবকিছু আমাদেরকে আনন্দ দেয়,কষ্ট দেয়,দুঃখ দেয়। কাজেই এই দেশের মানুষগুলো যাতে ভালো থাকে তাই আমাদের মিলেমিশে এক সঙ্গে কাজ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড,এম জাহিদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ রুমে বড়দিন উৎযাপন উপলক্ষে ঘোড়াঘাটে উপজেলার সকল খ্রীষ্ট ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা, মতবিনিময় ও ৭৬ টি চার্চের সভাপতি সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে প্রধার অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা চাই আপনারা যারা বাংলাদেশীকে বিশ্বাস করেন, আমাদের প্রতিটি স্তরে যেমন ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল, উলামাদল, মৎসজীবি, তাতিঁদল সহ সর্বত্রে বিএনপিতে আমরা আপনাদের অংশগ্রহণ চাই। আপনারা যারা শহীদ জিয়ার আদর্শ অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদীকে বিশ্বাস করেন,বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের নেতা কাজেই আগামী দিনে ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হচ্ছে। সেই কর্মসূচি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া কর্মসূচি। সেখানে আপনার কথা বলা হয়েছে, আমার কথা বলা হয়েছে, সকল শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাটে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,উপজেলা আন্ত-মান্ডলিক খ্রীষ্টান ফেলোশিপের সভাপতি সনাতন মার্ডি প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ
দিনাজপুরের নবাবগঞ্জে বড়দিন উপলক্ষে খৃষ্টধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। সভা শেষে তিনি উপজেলার ৮০টি গীর্জার প্রতিনিধির হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অতিরিক্ত অর্থ আদায়করে দলিল সম্পাদন অব্যাহত

আবারও চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে -পঞ্চগড়ে সারজিস আলম

মডেকিলেে চান্স পয়েওে র্ভতরি অনশ্চিয়তায় শারমনি আক্তার

গানের মাধ্যমেই সমাজের কাজ করতে চান ইবনাত সালমা

হরিপুরে নির্মাণের দু’মাসেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল আশ্রয় নেয়া মানুষগুলোর দিন কাটছে আতঙ্কে।

বীরগঞ্জে পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধন

ঠাকুরগাঁওয়ে ৩য় শ্রেণীর সরকারি কর্মচারীদের কর্মবিরতী পালন

পীরগঞ্জে পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা

দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার

শ্রেষ্ঠ থানার পুরস্কার পেল হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম