কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সোশ্যাল এইড বাংলাদেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর’২৪) সকাল ১০ টার সময় কাহারোল সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুসলিম হেলফেন, জার্মানীর অর্থয়ানে এবং সোশ্যাল এইড বাংলাদেশ এর বাস্তবায়নের অত্র উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল ও চাঁদর) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। সোশ্যাল এইড এর জেলা সমন্বয়কারী মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কাহারোল সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হাসান, সোশ্যাল এইড ঢাকা এর নির্বাহী পরিচালক ইঞ্জি: মোহা: বাবুল আকতার, সোশ্যাল এইড এর প্রোগ্রাম অফিসার মোঃ আলী রাহাত। উপজেলা ৬টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নত মানের ৭শত ৩০পিচ কম্বল ও চাঁদর বিতরণ করা হয়েছে।