Tuesday , 31 December 2024 | [bangla_date]

দিনাজপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে চিকিৎসারা
রবিবার দুপুর সোয়া ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক (অব.) ডাঃ জাহানারা মুন্নী, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডাঃ শাহাব আহমেদ, গাইনি বিভাগের সহযোগিতা অধ্যাপক ডাঃ ইশরাত জাহান প্রমূখ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমরা হাসপাতালে ভর্তিকৃত রোগিদের আন্তরিকতার সাথে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করি। কিন্তু রোগির স্বজনদের দ্বারা চিকিৎসকদের হামলা এটা কোন অবস্থাতেই কাম্য নেয়। আমরা এর স্থায়িত্ব সমাধান চাই। বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অবস্থান কর্মসূচি পালন শেষে ৬ দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কলেজের অধ্যক্ষ বরাবর সারেক লিপি প্রদান করেন। তাদের ৬ দফা দাবি হলো-সমগ্র হাসপাতালের নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে আনসার মোতায়েন এবং তাদের সরব উপস্থিতি ও যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত করা, হাসপাতালে সার্বক্ষণিক সক্রিয় পুলিশ সেবা নিশ্চিতকরণ, ওটি কমপ্লেক্সের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভিলেন্স ও এটেনডেন্ট এ্যকসেস সীমিত করা, ওয়ার্ডে রোগির এটেনডেন্ট সংখ্যা ও ভিজিটিং আওয়ার কঠোরভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করা, পরবর্তিতে সবধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে হাসপাতাল প্রশাসন কর্তৃক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহনের লিখিত অঙ্গীকার ও সা¤প্রতিক ঘটনায় জড়িত অপরাধীর জনসম্মুখে ক্ষমা প্রার্থনা ও আইনগত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। দ্রæত এসব দাবি বাস্তবায়ন না করলে পরবর্তিতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ারি দেন চিকিৎসকরা।
অবস্থান কর্মসূচিতে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ আহসান আলী সরকার বকুল, সার্জারি বিভাগের ডাঃ মোঃ রবিউল আলমসহ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।
গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একজন সরকারি অধ্যাপকের উপর এক রোগির স্বজন অতর্কিতভাবে হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারই প্রতিবাদে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ এই পালন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল —— সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

ঠাকুরগাঁওয়ে নৌকার অফিসে আগুন

বীরগঞ্জে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নতুন কমিটি ও পূর্বের কমিটি নিয়ে মতবিরোধ

শীতের আগমনে পীরগঞ্জে লেপ-তোষক বানানোর ধুম

দিনাজপুর শহরের বাড়ি থেকে বিষধর ‘পদ্ম গোখরা’ উদ্ধার

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে প্রেসক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ