Saturday , 14 December 2024 | [bangla_date]

দিনাজপুর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মস‚চির অংশ হিসেবে স‚র্যোদয়ের সাথে প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে বক্তারা বলেন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সাংবাদিক ও দার্শনিকদের নির্মমভাবে হত্যা করে। তাদের উদ্দেশ্যই ছিল আমাদের মুক্তচিন্তা, মেধা ও মনন ধ্বংস করে বুদ্ধিবৃত্তিক জগতকে নিঃশেষ করে ফেলা। জাতি চিরদিন এ বরেণ্য বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দিন আহমেদ,আজহারুল আজাদ জুয়েল, মুকুল চ্যাটার্জী প্রমুখ ।
বীরগঞ্জ পৌর প্রেসক্লাব
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পৌর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি মীর কাসেম লালুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দৈনিক কালের কন্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিনি সোহেল আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাক বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সাংবাদিক ও দার্শনিকদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাÐের উদ্দেশ্য ছিল জাতিকে মেধাশূন্য করে দিয়ে বাংলাদেশের মেরুদন্ডকে পঙ্গু করে দেওয়া। তাদের এই ঘৃণতম জঘন্য হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে চিরদিন লেখা থাকবে। বাংলাদেশ তাদের এই কৃতি সন্তানদের আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ হাসান জুয়েল, দৈনিক মানবজমিন পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরি আলম সিদ্দিকী বাবু, বীরগঞ্জ নিউজ টুয়েন্টিফোর অনলাইন পত্রিকার সম্পাদক অধ্যাপক নীল রতন সাহা নিপু, দৈনিক কালবেলা পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, দৈনিক সকালের বাণী পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পাসপোর্ট কার্যালয়ে মানুষের দীর্ঘ সারি, জনবল সংকটে দুর্ভোগ

বোদায় সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন

ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু

বোদায় অসামাজিক কাজে জড়িত থাকায় ৩ নারীসহ যুবক আটক

হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বোদায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

খানসামায় উপবালার পরিবারকে পূজা উদযাপন পরিষদের আর্থিক সহায়তা

রানীশংকৈল সোনালী ব্যাংকের সাথে তিন শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান

হরিপুরে সংর্ঘের ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু, আহত-৬