Tuesday , 17 December 2024 | [bangla_date]

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালন

পঞ্চগড় প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিচার বিভাগ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিএনপি, জামায়াত, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পরে স্থানীয় সরকারি অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় মেলার উদ্বোধন করা হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। বিকেলে সেখানেই শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। দিনভর কর্মসূচীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সরকারী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আটোয়ারী
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্ত¡রে মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। তাঁকে সহযোগিতা করেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।পরে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম অন্যান্য পুলিশ অফিসারদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ক্রমান্বয়ে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা জাসদ, উপজেলা জাগপা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লীবিদ্যুৎ অফিস, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ১০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে সুনীল আকাশে ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম,সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিশ চন্দ্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, মতিয়র রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমির মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন, জাগপা উপজেলা সেক্রেটারী বজলুর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয় মেলা আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করা হয়। দিনব্যাপী বিজয় মেলার নির্বাচিত শ্রেষ্ঠ স্টল দাতা, প্রীতি টি-২০ ম্যাচের খেলোয়ার সহ শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে দিনব্যাপি বিজয় দিবস উদযাপন কর্মসূচির সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২০ কোটি টাকা ব্যয়ে ৮টি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

বীরগঞ্জ উপজেলা যুবলীগ কর্তৃক মেধাবী মাহবুর রহমানকে আর্থিক সহায়তা প্রদান

হরিপুরে শুভসংঘের ত্রাণ পেল ৩০০ হতদরিদ্র পরিবার

বীরগঞ্জে পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার

বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টায় প্রভাবশালীর পায়তারা

দশম-দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে একদিন -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

হাকিমপুরে পেঁয়াজ আমদানির খবরে কেজিতে দাম কমলো ১০ টাকা

কাহারোলে বখাটের ছুরিকাঘাতে আহত কিশোরীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারকে “পিপিএম সেবা” পদক পাওয়ায় ফুলের শুভেচ্ছা !