Saturday , 14 December 2024 | [bangla_date]

বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রির হিড়িক

দিনাজপুরে মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা বিক্রির হিড়িক পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া-মহল্লা, অলি-গলিতে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমি পতাকা বিক্রেতা। বিভিন্ন জেলা থেকে আসা পতাকা বিক্রেতারা শহর ঘুরে পতাকা বিক্রি করছেন। লাল-সবুজের পতাকা ফেরি করে বিক্রি করছেন বিক্রেতারা।
বরিশাল থেকে আসা মৌসুমি পতাকা বিক্রেতা মো. সাগরের বলেন, বছরের অন্য সময় যখন যে কাজ পাই তখন সেই কাজ করি। এইটা বিজয়ের মাস। এ মাসে সবাই পতাকা কেনে, ব্যবসাও ভালো হয়। তাই এ মাসে পতাকা বিক্রি করি।
পতাকা বিক্রেতা ইসমাইল হোসেন বলেন,শরীয়তপুর থেকে এসেছেন। গতবছর পতাকা বিক্রি করেছেন রংপুরে। দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্রি করছেন। পেশায় ইলিশ মাছ বিক্রেতা। কিন্তু প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে নতুন নতুন জেলায় জাতীয় পতাকা বিক্রি করতে বেরিয়ে পড়েন। এতে তার আয় হয়, তেমনি নতুন নতুন এলাকা দেখা হয়। এরইমধ্যে ২৮টি জেলা ঘুরেছেন।
পাঁচজনের একটি দল নিয়ে পতাকা বিক্রি করতে এসেছেন শরীয়তপুরের আবুবক্কর (৫৫)। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তার মতো কমপক্ষে ২০টি দল এসেছে। যাদের প্রত্যেকের দলে কমপক্ষে পাঁচজন করে সদস্য রয়েছেন। গতবছর তারা থাকা-খাওয়া সব খরচ বাদ দিয়ে সাতদিনে পতাকা বিক্রি করে একেকজন ২৫ হাজার টাকা করে ভাগে পেয়েছিলেন। এবার যেহেতু নতুন প্রেক্ষাপট, তাই পতাকা বেশি বিক্রি হবে বলে জানান তিনি।
গোর-এ শহীদ ময়দানে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছে শিশু আরতি রায়। সে কপালে বাঁধার জন্য ৪০ টাকা দিয়ে দুটি পতাকা কেনে। একটি নিজে মাথায় বেঁধে অন্যটি বন্ধুকে দেয় কপালে বাঁধতে।
কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকারভেদে ১০, ২০ এমনকি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে একেকটি পতাকা। কাগজের ছোট পতাকাসহ বিভিন্ন সাইজের পতাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার জাহিদুল ইসলাম

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

পীরগঞ্জে মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

একদিনেই ১০টি নরমাল ডেলিভারী নরমাল ডেলিভারিসহ সেবায় পাল্টেছে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স

রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনন্য উপহার বিতরণ

বিরামপুরে জিপিএ-৫ পাওয়া যমজ তিন ভাইবোনকে সংবর্ধনা দিলেন রেলমন্ত্রীর সহধর্মিণী-মিসেস শাম্মি

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজদের ভয়ে এলাকা ছাড়লো গাছিরা– খেজুরের গুড় তৈরি বন্ধ

পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান বিভাগীয় শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত