শনিবার সকালে দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাবীব মডেল স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, পুরস্কার বিতরণ অভিভাবক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ সকল অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট রাজনীতিবিদ সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমির সাবেক অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত¡ বিভাগের অধ্যাপক ড.শরীফ মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লাবীব মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম মোঃ শহীদুল্লাহ্। অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মোঃ নাজমুল হোসেন-এর সঞ্চালন আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মোঃ কামরুল হাসান রাসেল, আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মোঃ মাহফুজুর রহমান, সানরাইজ নার্সিং ইনস্টিটিউট-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হক মোল্লা।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন লাবীব মডেল স্কুলের সহকারি প্রধান শিক্ষক ফারাহ দিবা, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন রুমানা ইয়াসমিন, মোঃ রফিকুল ইসলাম।