Friday , 13 December 2024 | [bangla_date]

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: কারো মৃত্যুর খবর শুনলেই ছুটে যান তহিদুল ইসলাম (৬৫)। এরপর খোঁড়া শুরু করেন মৃত ব্যক্তির জন্য কবর। দিন কিংবা রাত যেকোনো সময় কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকেন তিনি। তবে, এই কাজের জন্য তিনি কখনোই কারো কাছ থেকে পারিশ্রমিক নেন না। গত ৪০ বছর ধরেই এভাবে স্থানীয়দের জন্য কাজটি করে যাচ্ছেন এই বৃদ্ধ।

পেশায় দিনমজুর (লেবার) তহিদুল ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের প্রয়াত মকবুল হোসেনর ছেলে। তহিদুল ইসলামের বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ। বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা ও আদর্শই তাকে মানবতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে তাকে। এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষের জন্য কবর খুঁড়েছেন বলে জানিয়েছেন তিনি।

জীবনের নানা প্রতিকূলতার মাঝেও স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে পাঁচ সদস্যের পরিবার। দিনমজুরির সামান্য আয় দিয়ে কোনো রকমে চলছে তার সংসার। বড় ছেলে ঢাকায় গার্মেন্টসে কাজ করেন, ছোট ছেলে কলেজে পড়াশোনা করছেন। তবে তহিদুল ইসলামের এই মানবিক কাজ কখনো থেমে থাকেনি। তার মতে, কবর খোঁড়া শুধু একটি কাজ নয়, এটি স্রষ্টার প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন।
তহিদুল ইসলাম, আমি ২৪ বছর বয়স থেকেই কবর খোঁড়ার কাজ শুরু করি। গত ৪০ বছর ধরে মারা যাওয়া মানুষের জন্য কবর খোঁড়ার কাজ করছি। এই কাজটি করতে আমার ভালো লাগে।

তিনি আরও বলেন, বয়স হয়েছে। এখনো আল্লাহ আমার শরীর ভালো রেখেছেন। শুধু মাঝে মধ্যে হাঁটতে ব্যথায় ভুগছেন তিনি। তহিদুল ইসলাম বলেন,আল্লাহ যতদিন কাজ করার সুযোগ দেবেন ততদিন কাজ চালিয়ে নেব। কবর খোঁড়ার কাজ করে যেতে চাই। শুধু মানুষের ভালোবাসা পেলেই তৃপ্ত আর কারো কাছে কিছু চাওয়া-পাওয়ার নেই আমার।’ তহিদুলের ছোট ছেলে নুরনবী (১৯) বাবার কাজে অনুপ্রাণিত হয়ে এ পর্যন্ত ৫০টির বেশি কবর খুঁড়েছেন। পাশাপাশি একই গ্রামের হবি ও আলামিনসহ আরো কয়েকজন যুবক তহিদুলের অনুপ্রেরণায় এই মহৎ কাজে যুক্ত হয়েছেন। তহিদুল ইসলাম মনে করেন, ‘ধনী না হয়েও উদার মনের মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব। মৃত ব্যক্তিদের সঠিকভাবে সমাহিত করা জীবিত মানুষের নৈতিক দায়িত্ব। যত দিন বেঁচে আছি এ কাজ চালিয়ে যাব।’কাজের সম্মানীর বিষয়ে জানতে চাইলে তহিদুল ইসলাম বলেন, কবর খোঁড়ার জন্য কারো কাছ থেকে টাকা নেই না। খুশি হয়ে কেউ কিছু দিলেও নেই না। আমি কষ্টে থাকলেও এখনো মানুষের ভালোবাসায় বেঁচে আছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনা সংকটকে মোকাবেলা করে মানুষ আবারো অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে শুরু করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর-৫ আসনে জাপার প্রার্থী হচ্ছেন কাজী আব্দুল গফুর

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে অনুমোদনহীন থেরাপি সেন্টার বন্ধ

পঞ্চগড়ে আনসার ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন

এবার দিনাজপুরে কালোজিরা চাষ শুরু হয়েছে

পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

কাব্যগ্রন্থ ‘ডাহুক ডুব’এর মোড়ক উন্মোচন ‘সুরে ছন্দে মনের ভূবন’ শীর্ষক মৌলিক গানের অনুষ্ঠানে দর্শক মাতালেন শিল্পীরা

বাংলাবান্ধা স্থলবন্দরে জাল রুপীসহ ভারতীয় ট্রাক চালক আটক