Sunday , 12 January 2025 | [bangla_date]

আটোয়ারীতে উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের মহাতাবু জলসা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ “তারুণ্যের উদ্দীপনা,স্কাউটিং এর প্রেরণা” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটসের ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ২০২৫ এর মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে উপজেলা স্কাউট কমিটির সভাপতি জানান, সপ্তাহব্যাপি চলা কাব ক্যাম্পুরী ও সমাবেশ গত ৮ জানুয়ারি শুরু হয়েছে, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। কাব ক্যাম্পুরী গত ৮ জানুয়ারি থেকে ১০ তারিখ পর্যন্ত ৩দিন অনুষ্ঠিত হয়। যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরবর্তীতে ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ৪ দিনব্যাপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে স্কাউট সমাবেশ। এরই মাঝে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ তাবু জলসা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে তাবু জলসা অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যাম্প ফায়ার, ডিসপ্লে,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জাঁকজমকপূর্ণ বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী, জেলা প্রশাসকের সহধর্মীনি শাকিলা পারভীন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুর রহমান(আব্দার), উপজেলা বিএনপি’র আহŸায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ)। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কাব ক্যাম্পুরী কর্মকর্তা,নির্বাহী কমিটির সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সাংবাদিকবৃন্দসহ বিপুল দর্শক তাবু জলসার অনুষ্ঠান উপভোগ করেন। এসময় শ্লোগানের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী বলেন, আমরা পরিবর্তনের মধ্যে এসেছি, পরিবর্তিতভাবে দেশকে গড়ে তুলবো। কাব থেকে যারা বড় হয়েছেন,তারা হাতে -কলমে শিখেছেন। কাব ক্যাম্পুরী যে শিক্ষা দেয় তা হলো- নিজেকে ভালো রাখা,দেশকে ভালো রাখা,সুন্দরভাবে নিজেকে গড়ে তোলা এবং মানুষের সেবা ও দেশের কল্যাণে কাজ করা। মহা তাবু জলসার অনুষ্ঠান দিনের বেলা শুরু হয়ে চলে রাত প্রায় ৯ টা পর্যন্ত। মনোমুগ্ধকর আয়োজন দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দসহ সকল দর্শকবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতাবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ম্যারাডোনার কফিন খুলে সেলফি, চাকরি হারালেন কর্মী

পীরগঞ্জে শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

বীরগঞ্জে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, বাম্পার ফলনের সম্ভাবনা

উবর্শী সংগীত শিক্ষা নিকেতনে জেলা নির্বাচন অফিসার মেধার বিকাশ ঘটাতে পড়াশোনার পাশাপাশি বিনোদন চর্চা করতে হবে

শোকের মাসে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মসুচি গ্রহণ

দিনাজপুরে জাসদের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে মানববন্ধন

কাহারোলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের  লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কাহারোলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০,মেম্বার পদে ৩৫০ ও সংরক্ষিত ১১৭ জনের মনোনয়নপত্র দাখিল