Friday , 24 January 2025 | [bangla_date]

আটোয়ারীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ও কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক কর্মশালা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে “ তারুণ্যের ভাবনায়,আগামীর বাংলাদেশ” ও “কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার( ২২ জানুয়ারি) দিনব্যাপি উপজেলা পরিষদ হল রুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র পরিচালনায় পৃথক পৃথক ভাবে কর্মশালা দু’টি অনুষ্ঠিত হয়। কর্মশালায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সৃষ্টিশীল ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তাদের মতামত জানতে চান আয়োজকরা। কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ জন শিক্ষার্থী ১২ টি গ্রæপে ( প্রতি গ্রæপে ৮ জন করে) অংশ নেয়। শিক্ষার্থীরা বিভিন্ন গ্রæপে তাদের সম্মিলিত মতামত পৃথক পৃথকভাবে টিম লিডারের মাধ্যমে কর্মশালায় উপস্থাপন করে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান সভাপতির বক্তব্যে,কৈশোরকাল কি, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব,খাদ্য ও পুষ্টি ইত্যাদি নিয়ে কিশোর কিশোরীদের ধারণা দেন। তিনি আরো বলেন, আজকের এই কর্মশালা তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে উদ্ভাসিত করার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা তৈরী করতে কার্যকর ভুমিকা রাখবে। উদ্যম ও সৃজনশীল চিন্তার শক্তি দিয়ে বৈষম্যমুক্ত এবং টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার আহবান জানান তিনি। এ সময় উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আইসিটি অফিসার এ.এম আরিফুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌর নির্বাচনে ৫ মেয়র, ৪১জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ১৩ জন মনোনয়নপত্র দাখিল

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার শিক্ষার পাশাপাশি তোমাদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে

বীরগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বালিয়াডাঙ্গীতে ভোট গ্রহণ শেষে কেন্দ্রে সংর্ঘষে পুলিশসহ আহত ১৫ জন

করোনার নতুন উপধরনে হিলি ইমিগ্রেশনে সতর্কতা

হরিপুরে করোনায় ১ জনের মৃত্যু

বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে জজ কোর্টের নাজির ও ঢুলি আহত

ঠাকুর পঞ্চানন বর্মার ৮৮তম তিরধান দিবসে ডাঃ বসন্ত রায় ক্ষত্রিয় সম্প্রদায়কে রক্ষা করতে ঠাকুর পঞ্চানন

বিরামপুরে বিএনপি বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত