Sunday , 12 January 2025 | [bangla_date]

কাহারোলে কাঁচা শাক-সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে কাঁচা শাক-সবজির দাম হাতের নাগালে থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে। দিনাজপুরের কাহারোল উপজেলার হাট-বাজারগুলোতে প্রচুর পরিমানে কাঁচা শাক সবজি উঠায় সাধারণ ক্রেতাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তির। গতকাল শনিবার (১১ জানুয়ারি’২৫) বিকাল বেলায় উপজেলার সবচেয়ে বড় হাট কাহারোল হাটের কাঁচা সবজির বাজারে গিয়ে দেখা যায়, কয়েক দিন আগে যে, শাক-সবজির দাম ছিল অনেকাংশে বেশি। কিন্তু ওই দিন বা এক সপ্তাহের ব্যবধানে শাক-সবজির দাম অনেকাংশে কমে যাওয়ার ফলে উপজেলার সাধারণ মানুষ, ক্রেতা বা দিনমজুর শ্রেণির মানুষজনেরা শাক-সবজি দাম কম পেয়ে তাদের মধ্যে স্বস্তিরতা দেখা গেছে। গত কাল শনিবারের দিন কাহারোল হাটের কাঁচা শাক-সবজির বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এই উপজেলায় বর্তমানে প্রচুর পরিমাণের জমিতে কৃষকরা শাক-সবজিসহ অন্যান্য কাঁচামাল এক সাথে উৎপাদনের কারণে বাজারে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আমদানি হয়েছে অনেকাংশে বেশি, অত্র কাঁচাবাজারে সবজি ব্যবসায়ী মোঃ আব্দুল হাই ও আব্দুল লতিফ সহ আরও অনেকে এ প্রতিনিধিকে শাক-সবজির শনিবারের বাজার সম্পর্কে অবগত করেন এবং তারা জানান, খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম প্রতি কেজি ২০ টাকা, বেগুন প্রতি কেজি ১৫ টাকা, ফুলকপি বড় আকারে ২ পিচ ১০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৩০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ১৫ টাকা, আদা প্রতি কেজি ১২০ টাকা, ধনিয়া পাতা প্রতি কেজি ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিচ ১৫ টাকা, লাউ প্রতি পিচ ২০ টাকা, পালং শাক প্রতি কেজি ২০ টাকা, পুঁই শাক প্রতি কেজি ৩০ টাকা, লাল ও সবুজ শাক প্রতি কেজি ২০ টাকা, নতুন মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকা, নাফা শাক প্রতি কেজি ২০ টাকা, মিষ্টি আলু প্রতি কেজি ৩৫ টাকা, লেবু প্রতি পিচ ২ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাহারোল হাটে বাজার খরচ করতে আসা দিন মজুর রঞ্জনা রানী রায় ও দিপক চন্দ্র রায় জানান, বর্তমানে এই হাটে সব কিছুর দাম অনেক কম, এর মধ্যে সবচেয়ে দাম কম কাঁচা শাক-সবজির দাম, হাট-বাজারগুলোতে শাক-সবজির একেবারে দাম কম হওয়ার কারণে আমরা সাধারন মানুষেরা কাঁচা তরি তরকারি দিয়ে একমুঠো ভাত খেয়ে দেয়ে কোন রকমে পরিবার পরিজন নিয়ে ভালই আছি। এরকম দাম সারা বছরই থাক এটাই আমাদের কামনা। অত্র হাটে আসা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শাক-সবজি চাষী বিনয় চন্দ্র রায় জানান, হঠাৎ করে যে, একেবারে কাঁচা মালের দাম কমে যাবে তা আমার জানা ছিল না। আমি প্রতি বছর প্রচুর পরিমানে আলু থেকে শুরু করে শাক সবজি ও বেগুন চাষাবাদ করি দামেও ভাল পাই। কিন্তু এ বছরে দাম কম হওয়ার কারণে আমাকে লাভের চেয়ে লোকশানের পরিমান বেশি হবে। বাজারে বর্তমানে শাক-সবজি, আলু, বেগুনের দাম কমে যাওয়ার ফলে আমার অনেক ক্ষতি হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন। অপরদিকে কাহারোল উপজেলা হাট বাজার গুলোতে মাছ, মাংস, মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত থাকতে দেখা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৭০০ ডোজ ফেরত দিয়ে চোর বললেন, ‌‘জানতাম না এটা করোনার টিকা’

তেঁতুলিয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

হরিপুরে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৫০ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি !

পীরগঞ্জ গণহত্যা দিবস পালিত

গফরগাঁওয়ে ভুমিহীন হিসেবে ঘর পেলেন জাপার সাবেক দু্ইবারের এমপি

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায়  স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত

৫২টি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে জেসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক মতবিনিময় সভা

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল