Friday , 17 January 2025 | [bangla_date]

কাহারোলে কাঠের তৈরি রেডিমেড ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে কাঠের তৈরি রেডিমেড ফার্নিচারের কদর ও জনপ্রিয়তা বাড়ছে দিন দিন এই উপজেলায়। স্বল্প দাম উন্নত কাঠ ও রকমারির ডিজাইন বা মডেলের রেডিমেড এইসব ফার্নিচার বাজারজাত হতে দেখা যাচ্ছে। উপজেলার গরিব জনগোষ্ঠী মানুষজন তারাও স্বচ্ছল পরিবারের মানুষের মাঝে দিন দিন বাড়ছে এর কদর বা জনপ্রিয়তা। এর ফলে অত্র উপজেলার তৈরি রেডিমেড ফার্নিচারের বাজার উপজেলা সদর সহ বিভিন্ন গ্রাম-গঞ্জের হাট-বাজার গুলোতে বিক্রি করতে দেখা যাচ্ছে। এ কাজের সাথে সংশ্লিষ্ট প্রায় কয়েক হাজার পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে ফার্নিচারের উপর নির্ভরশীল। কয়েকজনন ফার্নিচার কারখানার মালিকের সাথে কথা বলে জানা গেছে, ৮০ দশেেকর আগে থেকেই কাঠের তৈরি ফার্নিচারের ব্যবহার শুধুমাত্র বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ ছিলো এবং ৯০ দশকের পরে বাজারে বিকল্প লোহা ও স্টীলের ফার্নিচার বাজারে আসলে কাঠের তৈরি ফার্নিচার তৈরি ও বিক্রিতে চরম ধ্বস নেমে আসে। এত করে কাঠের তৈরি ফার্নিচারের কারিগর সহ এ পেশার সাথে জড়িত লোকজন কর্মহীন হয়ে পড়ে। দেখা গেছে, জীবিকার তাগিদে অনেকেই বিভিন্ন পেশায় যোগ দিয়েছে। আবার পারটেক্সের রেডিমেড আসবাবপত্রের চাহিদা দেখে কাহারোল উপজেলা সদরে প্রায় ৫০ টির অধিক কাঠের রেডিমেড ফার্নিচার কারখানা গড়ে উঠেছে। এসব রেডিমেড ফার্নিচার কারখানা থেকে উপজেলা ও জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে কাঠের রেডিমেট আসবাবপত্র। এছাড়াও এই উপজেলার হাট-বাজার গুলোতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় ফার্নিচার দোকানের মালিক বা কারিগরেরা। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি‘২৫) উপজেলার বিভিন্ন জায়গায় সরেজমিনে ঘুরে দেখা ও জানা গেছে, কারখানা গুলোতে সকাল বেলা থেকে শুরু করে রাত ১০/১১ টা পর্যন্ত কাঠের বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে কারিগররা। রেডিমেট আসবাবপত্রের মধ্যে রয়েছে টেবিল, চেয়ার, আলমারি, দরজা, জানালা, খাট, টি টেবিল, ডায়নিং টেবিল, আলনা, বেঞ্চসহ অন্যান্য সামগ্রী এসব আসবাবপত্রের দাম কম অনেকভাবে হওয়ায় সাধারণ দরিদ্র মানুষজনেরা স্থানীয় হাট-বাজারগুলো থেকে ক্রয় করে নিজ বাড়িতে নিয়ে গিয়ে তা ব্যবহার করতে দেখা যায়। অন্যদিকে উপজেলার সবচেয়ে বড় হাট কাহারোল হাট এ হাটটি শনি ও মঙ্গলবারের দিন হওয়ায় রেডিমেট আসবাবপত্রের সরবরাহ বেশি হয়ে থাকে এবং ক্রেতা বেশি হওয়ায় ফার্নিচারের মালিকরা মনের আনন্দে বিক্রি করছে রেডিমেড ফার্নিচার। কয়েকজন ক্রেতা জানান, রেডিমেড ফার্নিচার গুলো স্বল্প দামে ক্রয় করতে পারছি এবং আমরা গরিব মানুষ তাই আমাদের ছেলে-মেয়েরা এসব ব্যবহারের ক্ষেত্রে চরম উৎসাহিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

বীরগঞ্জ ঝাড়বাড়ি সড়কের কালভার্টে ভেঙে জনসাধারণের চলাচলের ভোগান্তি

পঞ্চগড়ে সারজিস আলমের পক্ষ থেকে শীতার্তদের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে উপজেলা কৃষকদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

দিনাজপুরে ৪০৯ পিস নিষিদ্ধ মাদক (ট্যাপেন্টা), চোলাই মদ সহ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

পীরগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের সভা

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মোবাইলে আসক্তি স্ত্রী, স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা