Thursday , 23 January 2025 | [bangla_date]

কাহারোলে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে কাহারোলে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কাহারোল উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরে প্রধান সড়কসমূহ শুভেচ্ছা মিছিল পদক্ষিন করেন। মিছিলটি উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে বের করা হয়। শুভেচ্ছা মিছিলে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি এস.এম.আব্দুর রাজ্জাক, দিনাজপু জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকির হোসেন, মোঃ কাজী জয়নুল আবেদীন প্রমুখ। উপজেলা শাখার জামায়াতের ইসলামীর সুত্রে জানা গেছে, আগামী ২৫ জানয়ারি’২৫ দিনাজপুরের গোর এ শহীদ ময়দান (বড় মাঠ) প্রাঙ্গনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিশাল কর্মীসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডাঃ শফিকুর রহমান। উক্ত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত