Tuesday , 28 January 2025 | [bangla_date]

চার বিচারককে অপসারণের দাবি পঞ্চগড়ে আদালতের ফটকে তালা দিয়ে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডলসহ চার বিচারকের অপসারণের দাবিতে আদালত ফটকে তালা ঝুলিয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল রোববার বেলা দুইটার দিকে মহাসড়ক অবরোধ শুরু করার পর থেকে উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। রাত সোয়া আটটায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।
এর আগে গত বুধবার (২২ জানুয়ারি) বিক্ষোভ মিছিল থেকে চার বিচারক অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তারা সেদিন জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগে অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং বিচারকদের মধ্যে এখনো ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাব বিরাজমান বলে অভিযোগ করেন।
আন্দোলনকারীরা জানান, সম্প্রতি জেলা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগে পরীক্ষা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিয়োগ পরীক্ষায় অনিয়ম হওয়ায় পরীক্ষা কেন্দ্রেই হট্টগোল শুরু হয়। পরীক্ষার্থীদের বৃহৎ অংশ নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি তোলে। পরে নিয়োগ বোর্ড সেই পরীক্ষা বাতিল করে। পরবর্তীতে আবারো পরীক্ষা হয়। সেই পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ ওঠে। নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সাধারণ পরীক্ষার্থীদের পক্ষে নিয়োগ বোর্ডের সঙ্গে সমন্বয়করা কথা বলেন। জেলা জজ গোলাম ফারুক এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল সমন্বয়কদের দাবির কোনো তোয়াক্কা না করেই নিজেদের নির্ধারণ করা ব্যক্তিদের নিয়োগ প্রদানের পাঁয়তারা করেন। এতে ঘুষ বাণিজ্যের অভিযোগ তোলা হয়। আন্দোলনকারীরা বলেন, চাকরিতে মেধার মূল্যায়ণ না করার কারণেই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি। শেখ হাসিনার পতন ঘটিয়েছি, অথচ পঞ্চগড়ের আদালতে এখনো বৈষম্য চলছে। আমরা বৈষম্য লালন করা বিচারকদের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, বিগত দিনে কর্মচারী নিয়োগে আনিসুল হকের ব্রাহ্মণবাড়িয়ার লোকদের পঞ্চগড়ের আদালতে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন জেলা ও দায়রা জজ গোলাম ফারুক। এবারও অবৈধ নিয়োগ বাণিজ্য করছেন। আমরা মেধার ভিত্তিতে সুষ্ঠু নিয়োগের দাবি জানালে এই জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেখে নেবার হুমকি দেন। উনাদের বলতে চাই, আমরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট হটিয়েছি। তিনি আরো বলেন, জেলা জজ গোলাাম ফারুক এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডলসহ কয়েকজন বিচারক পুরোপুরি ফ্যাসিস্ট হাসিনার দোসর। তারা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের দেদারছে জামিন দিচ্ছেন। এরা পতিত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মদদপুষ্ট। আজকে ফ্যাসিস্ট হাসিনার সরকার নেই, আনিসুল হকও নেই। গোলাম ফারুক, মেহেদী হাসানরাও থাকতে পারবে না।
পঞ্চগড় ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক হোসেন বলেন, অবরোধের কারণে তীব্র যানজট দেখা দেয়। জরুরী সেবা সমূহের ক্ষেত্রে ছাত্ররা সহায়তা করছে। অবরোধ শেষ হওয়ার পর মহাসড়কে যেন কোন যানজট না থাকে সে নিয়ে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়নে বিএনএফ- এর আর্থিক সহায়তায় বিনামূল্যে ছাগল বিতরণ

স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে মা ও ছেলেকে নির্যাতন, ৭ ঘন্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়

ঠাকুরগাঁওয়ে “নিউরন ডায়াগনস্টিক সেন্টারের” উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক মুহ.সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও জেলার সেরা উদ্যোক্তা চাড়োল ইউনিয়নের — সুলতান

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা

জাসাস’র মানববন্ধন শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্য জনগণ সহ্য করবে না

বীরগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা