Sunday , 19 January 2025 | [bangla_date]

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের বিশাল মিছিল

দিনাজপুরে আগামী ২৫ জানুয়ারির কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমন উপলক্ষে শহর জামায়াতের উদ্যোগে বিশাল মুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সোয়া ৩টায় রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বিশাল মিছিল বের হয়ে শহরের স্টেশন রোড, লিলির মোড়, মডার্ণ মোড়, চারুবাবুর মোড়, মারদহপট্টি, নিমতলা, জেনারেল হাসপাতাল মোড়, পৌরসভার মোড় হয়ে পুনরায় রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামাযাতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ একেএম আফজালুর আনাম, বিশিষ্ট আইনজীবি জামায়াত নেতা এ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল।
মিছিলে দিনজপুর শহর জামায়াতের সহকারি সেক্রেটারি মোঃ সোহেল রানা, এ্যাডবেকেট মোজাম্মেল হক বকুলসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জামায়াতের অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সংক্ষিপ্ত বক্তব্যে দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ। এ দেশে আর কোন ফ্যাসিবাদকে জাযগা দেয়া হবে না। তাই আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর বড়মাঠের কর্মী সম্মেলনকে সফল করতে হবে। তিনি সুশৃংঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহŸান জানান।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডা. শফিকুর রহমান।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। ২৫ জানুয়ারি শনিবার দিনাজপুর গোড়া শহিদ ময়দানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক বিশাল শুভেচ্ছা মিছিল বের হয়।
১৮ জানুয়ারি শনিবার বিকেলে কামিল মাদরাসা হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ শাখার উদ্যোগে একটি বিশাল শুভেচ্ছা মিছিল সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কামিল মাদরাসায় মিলিত হয়। শুভেচ্ছা মিছিলে জামাতের আমির ডাঃ শফিকুর রহমানের আগমনকে সামনে রেখে উপজেলার সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আগামী ২৫ তারিখের জামায়াতের কর্মী সমাবেশে উপস্থিত থাকার আহবান জানান। শুভেচ্ছা মিছিলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারী মোঃ মাহবুব আলম, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ মোহাইমেনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেবীগঞ্জে চীনের উপহারের হাসপাতাল স্থাপনের দাবিতে মান-বব-ন্ধন

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান : ফুলেল শুভেচ্ছা

বোচাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফছার আলীর মায়ের দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ

পীরগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ: স্বাস্থ্য ডিজি

বড় ব্যবধানে মমতার জয়

বিরলে কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শোকদিবস পালিত যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা বাংলাদেশকে অস্বীকার করে-এমপি গোপাল

দিনাজপুরে দাড়িয়ে থাকা ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা