Monday , 27 January 2025 | [bangla_date]

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধ এবং পুনরায় পোস্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রবিবার সকাল ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের সুইহারিস্থ দিনাজপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো (পিএলসি) কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ১২ দফা দাবি সম্বলিত একটি আবেদন দিনাজপুর নেসকো পিএলসি’র পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলি মোঃ মোছাদ্দেক কবিরের নিকট হস্তান্তর করা হয়। আবেদন গ্রহণ করে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মোসাদ্দেক কবির।
মানববন্ধনে বক্তারা বলেন, এরই মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেয়ার জন্য জেলা প্রশাসক, দিনাজপুর নেসকো’র নির্বাহী প্রকৌশলি, সদর উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধন থেকে আগামী ১০দিনের মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগি গ্রাহক আলহাজ্ব সোলায়মান মোল্লা, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, রোকেয়া বেগম লাইজু, জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, বিদ্যুৎগ্রাহক মোহাম্মদ আলম, মঞ্জুর আলম জুয়েল, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোঃ আনিসুজ্জামান মিলন, বিদ্যুৎগ্রাহক আব্দুস সালাম, আবু সাঈদ মজুমদার
প্রমূখ।
মানববন্ধনে দিনাজপুর বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির আহবায়ক সাবেক বক্সিন খেলোয়ার সাঈদ আহম্মেদ খান শাহিন, যুগ্ম আহবায়ক নুর আলম সোহেল, সঞ্জয় কুমার গুপ্ত, আব্দুল মজিদ মিয়া, সামিউল ইসলাম সুমন, সদস্য মোঃ সাকিল হোসেন, আক্তার, হৃদয়সহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক ভুক্তভোগি বিদ্যুৎ গ্রাহক অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক স্মরণে স্মরণ সভা

পল্লীশ্রী’র উদ্যোগে নারী ক্লাবের আন্তঃ সম্পর্ক উন্নয়ন ও ক্যাম্পেইন

প্রধান উপদেষ্টার বিবৃতির পর হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নকিয়া স্মার্টফোনে জেমস বন্ড!

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভু-ষ্মীভুত

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা ক্ষমতায় যেতে চায় তারাই সংখ্যালঘু ——-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিরামপুরে বিএনপি বিক্ষোভ সমাবেশ